২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

তারাকান্দায় প্রাণ গেল এক পরিবারের ৪ জনের

অন্যান্য স্থানে আরো ২ জন নিহত
-


নেত্রকোনার তারাকান্দায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের চারজনের। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় শেরপুর ও মাদারীপুরে দু’জন নিহত হয়েছেন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার একই পরিবারের চারজন নিহত ও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক পথের তারাকান্দা উপজেলার গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার সাতবেড়িকান্দা এলাকার বাসিন্দা আবদুর রশিদ (৫৬), স্ত্রী বকুলা আক্তার (৪৬), বকুলার ভাই বিদ্যা মিয়া (৪২) ও বিদ্যা মিয়ার পুত্রবধূ লাবনী আক্তার (১৯)। আর আহতরা হলেন বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনায় আসার পথে নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক পথের গাছতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক ওই সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন নিহত হন। এ সময় দ্রুত গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জুয়েল রানা (৩৫) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের সাকিম উদ্দিন মণ্ডলের ছেলে ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরো চারজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন মনিরুল ইসলাম (৫০), শাহ আলম (৫৫), দিলারা বেগম (৫০), এনামুল হক (৪০)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ নুরুল্লাহ সরদার নামের এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ডের পাশে ৯ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুল্লাহ সরদার তারতীলুল কুরআন হিফজ মাদরাসাশিক্ষক ছিলেন। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, মাদরাসা ক্লাশ শেষে সদর উপজেলার ভাড়া বাসা কালিরবাজার এলাকার উদ্দেশ্যে বের হন। এ সময় উল্টো দিকে থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা আইলেনর সাথে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত লাগে। এ সময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যের সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা জানান, জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ-সোনাসার সড়কের হাসিতলা গ্রামের পাঁশে সড়ক দুর্ঘটনায় শাকিল আহমদ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমদ জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী (মোকাম মহল্লা) গ্রামের জয়নাল আহমদ-এর ছেলে।

 


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের সীমান্ত বরাবর উত্তর কোরিয়ার সৈন্যরা ব্যাপক হতাহতের সম্মুখীন ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত সিরিয়া-লেবানন সীমান্তে অবকাঠামোয় হামলা চালিয়েছে ইসরাইল গাজায় সচল শেষ হাসপাতালটিতে আগুন দিলো ইসরাইলি বাহিনী সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের

সকল