২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

-

সচিবালয়ের ৭ নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো নাশকতা কি না তা তদন্ত করা দরকার। দেশবাসী মনে করে, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা আছে কি না তা খতিয়ে দেখা দরকার। আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেইসাথে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরো সচেতন এবং সতর্ক হওয়া দরকার।

মিরপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ : গণমুখিতা, আদর্শবাদিতা ও দায়িত্বশীলতার কারণে জামায়াত গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। তাই আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল রাজধানীর মিরপুর ২ নং সেকশনের মসজিদ মার্কেটে মিরপুর উত্তর থানা জামায়াতের ৭ নং ওয়ার্ড আয়োজিত স্থ’ানীয় বিত্তহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির মুনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমির লিয়াকত আলী, সেক্রেটারি আব্দুল মান্নান, বাইতুলমাল সম্পাদক সাখাওয়াত হোসেন, সমাজসেবা সম্পাদক ইব্রাহিম হোসেন এবং থানার শূরা, কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের জামায়াত নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুরে শীতবস্ত্র বিতরণ : জামায়াত নেতিবাচক রাজনীতির পরিবর্তে দেশে ইতিবাচক রাজনীতি সূচনা করে দেশকে ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন, দুঃশাসন ও বৈষম্যমুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম। গতকাল লক্ষ্মীপুরে ৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন আমির আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল ও চন্দ্রগঞ্জ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত ইয়েমেনের হাউছি ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির নিন্দা জাতিসঙ্ঘ মহাসচিবের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাকায় স্বাগত জানাবে লাখো জনতা

সকল