ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য : পররাষ্ট্র সচিব
- কূটনৈতিক প্রতিবেদক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮
পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেছেন, বর্তমান বিশ্বে মুহূর্তেই সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য।
গতকাল রাজধানী ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) মিডিয়া পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, ডিকাব সভাপতি নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে আমরা আজ দাঁড়িয়ে রয়েছি যেখানে ১৯৭১ সালের বিজয়ের সাথে আমাদের সামনে রয়েছে জুলাই-আগস্ট ২০২৪ সালের যুগান্তকারী মুহূর্তগুলো। এটি দেশের অস্তিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে। এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের তরুণ সমাজের রাজনৈতিক এবং দেশপ্রেমের চেতনা পরিপূর্ণভাবে বিকশিত হয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, কূটনৈতিক সাংবাদিক হিসাবে আপনাদের তথ্য যাচাই, সত্য পরীক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সঠিক প্রতিবেদন তুলে ধরতে হয়। সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিকাবের সদস্যরা কোনো ঘটনা সম্পর্কে সরকারের ব্যাখ্যা তুলে ধরার পাশাপাশি জটিল কূটনৈতিক বিষয়াবলি পরিষ্কারভাবে উপস্থাপন করতে যে ভূমিকা পালন করেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তথ্য যাচাই এবং সত্য ও অসত্য দাবির মধ্যে পার্থক্য নির্ধারণে আপনাদের অবদান মূল্যবান। এই প্রচেষ্টা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। আপনাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা শুধু দেশের জনগণকে সঠিক তথ্য জানাতে সহায়তা করছে না, বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরো সুসংহত করছে। আমি ভবিষ্যতে ডিকাবের সাথে আরো নিবিড় সহযোগিতা প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে বিজয়ী তিনজন সাংবাদিককে ডিকাব মিডিয়া পদক তুলে দেন জসিম উদ্দিন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক মানবজমিনের মিজানুর রহমান, টেলিভিশন ক্যাটাগরিতে মাছরাঙা টিভির মাশরেক রাহাত ও অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের নজরুল ইসলাম পদক পেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা