কয়েনে খোরপোশ!
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭
স্ত্রীকে খোরপোশ দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনেই ৮০ হাজার টাকার খুচরো কয়েন নিয়ে আদালতে হাজির হলেন এক যুবক। সম্প্র্রতি ভারতের তামিলনাড়–তে ঘটেছে ঘটনাটি। সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়–র একটি পারিবারিক আদালত ওই যুবককে স্ত্রীর ভরণপোষণের জন্য দু’লক্ষ টাকা দেয়ার নির্দেশ দিয়েছিল। সেই মতোই আদালতে কিস্তির ৮০ হাজার টাকা নিয়ে হাজির হন ওই যুবক। কিন্তু ১ টাকা এবং ২ টাকার কয়েনে সেই টাকা নিয়ে আসেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক পেশায় ট্যাক্সি ড্রাইভার। গত বছর তার বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। যুবককে স্ত্রীর খোরপোশ বাবদ দু’লাখ টাকা দেয়ার নির্দেশ দেন আদালত। এর পরেই মোট ২০টি ব্যাগে ৮০ হাজার টাকার খুচরো কয়েন নিয়ে আদালতে হাজির হন ওই যুবক। যদিও আদালতের তরফে তাকে কয়েন ফেরত নিয়ে গিয়ে নোট নিয়ে আসার নির্দেশ দেয়া হয়। বাকি টাকাও তাড়াতাড়ি মিটিয়ে দিতে বলা হয়। এর পর খুচরো কয়েনের ২০টি ব্যাগ নিয়ে আদালত চত্বর থেকে বেরিয়ে যান যুবক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা