২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা

-

আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপের চট্টগ্রামের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এসব কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়। সরকারকে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার হুমকি দেয়ার এক দিনের মাথায় কারখানা বন্ধের এই নোটিশ এলো। কারখানা বন্ধের এই নোটিশের ফলে এসব কারখানার প্রায় ১২ হাজার শ্রমিক-কর্মচারী ঘোর অনিশ্চয়তায় পতিত হলো। কারখানা বন্ধের নোটিশ পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকরা।
এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল (আজ) বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।
বন্ধ ঘোষণা করা এ ছয়টি কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে ৫টি কারখানা কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে এবং একটি বাঁশখালীতে অবস্থিত।
এদিকে কারখানা বন্ধের নোটিশ পেয়ে গতকাল বিকেলে কর্ণফুলীর কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করেন। আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় তারা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা জানান।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে গ্রুপ সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাঁচামাল আমদানি করতে না পারার কারণে কারখানা চালু রাখার সুযোগ নেই। সে জন্য সাময়িকভাবে কারখানা বন্ধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
হামাসের ২ কি.মি. দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরাইলের আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী ও জনদুশমন : রফিকুল ইসলাম খান ফরিদপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় বিচার দাবি নোয়াখালীতে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু ২৪ ঘণ্টায় গাজায় আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’

সকল