২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৩০ হাজার টাকার ডিম!

-

একটি ডিমের দাম কত হতে পারে? নিশ্চয় আশা করবেন না ৩০ হাজার টাকা। কিন্তু সত্যিই ২০০ পাউন্ড বা ৩০ হাজার টাকায় বিকিয়েছে একটি ডিম।
ডিমটি আকারে ছিল পুরোপুরি গোলাকার। একেবারে গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয়, বলা চলে অতি দুর্লভ। এক ব্যক্তি মদ্যপানের পর হুট করে বেশ চড়া দামে কিনে ফেলেন এটি। সেটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০০ পাউন্ডে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার সমান।
যুক্তরাজ্যের বার্কশায়ারের ল্যামবর্নের বাসিন্দা এড পাওনেল, মজার এই ডিমটির জন্য ১৫০ পাউন্ড খরচ করেছিলেন। পরে ডিমটি দান করে দেন ইউভেন্টাস ফাউন্ডেশন নামের একটি জনসেবামূলক সংস্থায়। তারা অক্সফোর্ডশায়ারের যুবকদের মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে সহায়তা করে। প্রথমে সংস্থাটি এই ডিম প্রাপ্তিকে একটি কৌতুক হিসেবে ধরে নেয়। পরে তারা একে নিলামে তুলে দেয়।
ইউভেন্টাস ফাউন্ডেশনের প্রতিনিধি রজ র‌্যাপ বলেন, ‘ডিমটি বিক্রি হওয়াতে আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারব।’
এই গোলাকার ডিমটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের আয়ার শহরের এক নারী। যিনি এটি স্থানীয় সুপারমার্কেটের একটি বক্সে খুঁজে পান। এড পাওনেল ডিমটি কেনার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘এটা সত্যিই ভালো কাজে খরচ করা টাকা।’ ‘থমসন রডিক ক্যালান অকশন হাউজে’-এর কর্মী ডেভিড মিলার বলেন, গোল আকৃতির ডিমের মতো ঘটনা ‘১০০ কোটির মধ্যে একবার’ ঘটে। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement