নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল ঘোষণা করুন : মুজিবুর রহমান
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫০, আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, খুন-গুম, হত্যা, হামলা-মামলা দিয়ে মানুষকে দিনের পর দিন দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। কিন্তু বিপ্লবী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে তার দোসররা এখনো রয়ে গেছে। এদের চিহ্নিত করে বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কত দাবি উত্থাপিত হচ্ছে, কত দাবি আদায়ে রাস্তায় নেমে আসছে। দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়, দাবি পূরণের জন্য প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার। আমাদের আহ্বান সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল ঘোষণা করুন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে শিক্ষক নেতাদের সাথে মতবিনিময় সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির, শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, তেমনি শিক্ষকরা হচ্ছেন শিক্ষার মেরুদণ্ড, তাই শিক্ষকদেরও আদর্শিক ও নৈতিকতাপূর্ণ মানুষ হতে হবে। শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে না দেখে জাতি গঠনের কারিগর হিসেবে ভূমিকা রাখতে হবে। আওয়ামী সরকার এবং শিক্ষক নামের তাদের কিছু নীতিহীন দোসর নৈতিকতাহীন শিক্ষানীতি প্রণয়ন করে ছাত্রসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এই নৈতিকতাহীন শিক্ষানীতিতে মানুষ গঠন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের শিক্ষক সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, শিক্ষক জাতির আলোকবর্তিকা ও ভবিষ্যৎ মানবজাতির রূপকার হলেও বাংলাদেশে শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত। শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে আদর্শ জাতি গঠন করা অসম্ভব।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক ফেডারেশনের নগর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ নুর, কোষাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক শামসুল ইসলাম, অধ্যাপক মাহমুদুল ইসলাম ফয়সাল, অধ্যাপক বুলবুল ইসলাম, অধ্যাপক জাবেদ ইকবাল, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক আব্দুল মজিদ পাটোয়ারি, অধ্যাপক সিরাজুদ্দৌলা, মাদ্রাসা পরিষদের সভাপতি ড. আব্দুল মোতালিব, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, ইবতেদায়ী মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম আনছারী, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়নের কেন্দ্রীয় সভাপতি ইকবাল বাহার চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল হুদা, শিক্ষক মীর আবুল কালাম, ছিদ্দিক আহমদ, মোর্শেদ জিয়া উদ্দিন।
মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলার প্রশিক্ষণ
জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেছেন, ইসলাম একটি সার্বজনীন কল্যাণময় পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই এই দেশ কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত হওয়াই কাক্সিক্ষত। কিন্তু সে লক্ষ্যে এখনো আমরা পৌঁছতে পারিনি। তাই দ্বীন কায়েমের আন্দোলনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মসজিদ মিশন উত্তর জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে মাওলানা মো: কেফায়েত উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি ড. মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান, মসজিদ মিশন উত্তর জেলার প্রধান উপদেষ্টা, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসলামী চিন্তাবিদ ড. নিজামুদ্দিন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জামাল হোসাইন, মাওলানা জাকির হোসাইন, মাওলানা ইমদাদুল হক আনসারী প্রমুখ।
শিশুদের ফ্রি খতনা ক্যাম্প
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ছোট ছেলে শিশুদের খতনা করানো রাসূল (সা.)-এর সুন্নাত। এটি আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত। আর এই নেয়ামত আমরা ইবাদতের মাধ্যমে পালন করি। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের একটি শাখা। তাই আমরা আল্লাহ ও তার রাসূলের পথনির্দেশক কুরআন ও হাদিস অনুসরণ করে জীবন-যাপন করব।
গত রোববার জামায়াতে ইসলামীর ২৮ নম্বর সদরঘাট থানার পাঠানটুলি ওয়ার্ডে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের শিশুদের ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ৬০ জন শিশুকে বিনামূল্যে সুন্নাতে খতনা করানো হয়।