২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ১১

-

কুমিল্লা, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, সাভার, নাটোর ও পার্বতীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মোটরসাইকেল আরোহীসহ ১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৬), ভুবনগড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো: মিনহাজুল (১৫) ও বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৪)। নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। পথেই এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজনই নিহত হন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টা থেকে ১০টা নাগাদ এসব দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সকাল ৭টায় সখিপুরের বেড়বাড়ীতে ট্রাকচাপায় মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। কর্মক্ষেত্র ভালুকা থেকে রাতে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সকাল ৯টায় সখীপুর থানার সামনে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের বাসিন্দা। সকাল ১০টার দিকে উপজেলার জোড়দিঘী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় আবু বকর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। তিনি সখিপুরের কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে প্রাইভেটকারের পেছনে কভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে এক পান্না বণিক (৩৫) নামে প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। গতকাল ভোর ৫টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পান্না বনিক কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের বসাকপাড়া এলাকার বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে শুরু করে উদ্ধার কার্যক্রম। মাত্রা অতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে, প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

সার্ভিসের সহযোগিতায় বাকি আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার (২২) ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বাসের চালক ও হেলপারের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি, উপযুক্ত ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে গতকাল সোমবার বেলা সোয়া ১১টার থেকে পৌনে ৩টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিমুলতলা সিআরপি গেটে ঢাকা-আরিচা মহাসড়কের ৪টি লেন অবরোধ করে বন্ধ করে দিলে ব্যস্ততম মহাসড়ক এ সময় গাবতলী থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১৫ কি.মি. দূরপাল্লাসহ স্থানীয় সব যানবাহন দীর্ঘ যানজটের কবলে পড়ে আটকে যায়। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। খবর পেয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বকর সরকার, সহকারী কমিশনার (ভূমি ) জহিরুল আলম, সাভার মডেল থানার (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়াসহ প্রশাসন ছাত্রদের সমন্বয়ে বৈঠকের দিনক্ষণ ঠিক ও চালককে গ্রেফতারের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত শনিবার সকালে কয়েক বন্ধুসহ সাভারের নামাবাজার থেকে সিআরপিতে আসার সময় মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হন।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে ঘনকুয়াশার কারণে ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক এবং পৃথক সড়ক দুর্ঘটনায় এক বুদ্ধি প্রতিবন্ধীর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। গতকাল সোমবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পাথর বোঝাই ট্রাকসহ সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকে মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় সোমবার সকালে কয়েক ঘণ্টা বগুড়া-নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ঘটনাস্থলের উভয় পার্শে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অপর দিকে প্রায় একই সময়ে নাটোর-রাজশাহী মহসড়কের চাঁনপুর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধিপ্রতিবন্ধী অজ্ঞাত এক নারী (৬০) নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকার মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে।
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মা পারভীন বেগম (৫০) নিহত এবং ছেলে আদনান সরকার (৩৫) গুরুতর আহত হয়েছেন। আহত আদনানকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত পারভীনের বাড়ী নীলফামারী জেলার সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকায়।

গতকাল সোমবার দুপুরে মাকে নিয়ে আদনান মোটরসাইকেল যোগে চিকিৎসার জন্য নীলফামারীর সৈয়দপুর থেকে বিরামপুর যাচ্ছিলেন। পথে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক্টর তাদের চাপা দিলে মা পারভীন বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও পার্বতীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement
৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছাত্রশিবির আয়োজিত সায়েন্স ফেস্ট ২০২৪ এর রেজিস্ট্রেশনের সময় শেষ আগামীকাল ভারতে সাজা শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশী এশিয়ান ইনডোরে খেলবেন ইমরানুর বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান আবারো গ্রেফতার সড়কের পাশে নবজাতকের কান্না, উদ্ধার করলেন পথচারী

সকল