২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্রিসমাস ট্রিতে নতুন তারকা!

-

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন ঘিরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি বাড়িটিতে সাজানো হচ্ছিল ক্রিসমাস ট্রি। এতে গত বৃহস্পতিবার বসে থাকতে দেখা যায় একটি প্যাঁচাকে। এ ঘটনার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছে আর্লিংটনের দ্য অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ নামের এক সংগঠন।
সংগঠনটির কর্মীরা লিখেছেন, দেখতে খুবই সুন্দর প্যাঁচাটি সান্তার সাথে খেলার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় একটি বাড়ির চিমনি গলে ভেতরে ঢুকেছে পাখিটি। পরে ক্রিসমাস ট্রির ওপর বসে নিজেকে নতুন তারকা হিসেবে ঘোষণা করেছে।
ক্যাপশনে কর্মীরা লেখেন, নিবিড়ভাবে তাকান, দেখবেন যে এটি নিজের জন্য জায়গা তৈরি করতে পুরোনো তারকাকে (ক্রিসমাসের ওপরে থাকা কোনো বস্তু) ছিটকে দিয়েছে।
দ্য অ্যানিমেল ওয়েলফেয়ার লিগের কর্মীরা জানান, প্যাঁচাটিকে ধরে মুক্ত করে দেয়া হয়েছে। তবে ক্রিসমাস ট্রির ওপর প্যাঁচার বসে থাকার ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক মাসগুলোতে ঘটেছে এমন আরো ঘটনা। ইন্টারনেট।

 

 

 


আরো সংবাদ



premium cement