ধর্ম উপদেষ্টার সাথে হজ এজেন্সি মালিকদের বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪
আগামী বছরের জন্য হজযাত্রীদের সর্বনিম্ন কোটা এক হাজার থেকে কমিয়ে ১০০ করার দাবি জানিয়েছেন বেসরকারি এজেন্সি মালিকরা।
গতকাল সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান তারা। এ ছাড়া বৈঠকে রোড টু মক্কা বাতিল ও করজে হাসানার টাকা ফেরত দিতে সময় বাড়ানো নিয়েও আলোচনা হয়।
সভা সূত্রে জানা যায়, বৈঠকে এজেন্সি মালিকরা উপদেষ্টাকে জানান, গত বছর সর্বনিম্ন কোটা আড়াই শ’ থাকার পরও তাদের অনেক সমস্যায় পড়তে হয়। এবার এক হাজার হলে তাদের ভয়াবহ সঙ্কটে পড়তে হবে। এ জন্য তারা হজ নীতিমালা অনুসারে হজযাত্রীর কোটা সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ করার দাবি জানান। একান্তই না হলে গত বছরের মতো আড়াই শ’ যেন করা হয়, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানান। বৈঠকে ধর্ম উপদেষ্টা এজেন্সি মালিকদের জানান, হজযাত্রীর সর্বনিম্ন কোটা কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। গতকালই এ ব্যাপারে এক হাজার থেকে কমিয়ে ৫০০ করার জন্য চিঠি দেয়া হয়েছে।
সভায় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, এজেন্সির প্রতিনিধিদের মধ্যে হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক, প্রতিষ্ঠাতা সহসভাপতি সৈয়দ গোলাম সারওয়ার, সাবেক সভাপতি ইব্রাহিম বাহার, জামাল উদ্দিন, সাবেক মহাসচিব এস এ রশিদ শাহ সম্রাট, সাবেক সহসভাপতি এস এম ইব্রাহিম, সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাহবুবুর রহমান, আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ, বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্যসচিব মোহাম্মদ আলী, এজেন্সি মালিক নাজিম উদ্দিন, মাওলানা মাহমুদুর রহমান, শামীম সাঈদী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা