২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

রাজশাহীতে একই পরিবারের ৩ জনসহ ৮ জেলায় নিহত ১৪

-


রাজশাহীর পুঠিয়ায় একই পরিবারের তিনজন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। সাভারে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। ময়মনসিংহের ফুলপুরে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বাবা-ছেলে। বগুড়ার শিবগঞ্জে নিহত হয়েছে একজন। ফরিদগঞ্জে দুই কিশোর নিহত হয়েছে। সোনারগাঁওয়ে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ধামরাইয়ে দুইজন নিহত হয়েছে। দেওয়ানগঞ্জে নিহত হয়েছে একজন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে পুঠিয়ার শিবপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও ফাতেমার বোন যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়ার পালোপাড়া গ্রামে।
পবা হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন গণমাধ্যমকে জানান, বেলা ১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। আর নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়; কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই হানিফ ও যুথি মারা যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের লাশ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাতেমাও মারা যায়।

সাভার (ঢাকা) ও জাবি সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় গত শুক্রবার রাতে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম সোহরাব হোসেন (৪৪)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে রাতে ফিরছিল বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতল বাস। থানা স্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা, জানান ফুলপুরে বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার মোকামিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। মোটরসাইকেলে ফুলপুর যাওয়ার পথে গত শুক্রবার দুপুরে বাড়ির কাছে ঢাকাগামী বাসের ধাক্কায় আহত হন। পরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
গতকাল বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- আশ্রা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান (৫৮) এবং তার বড় ছেলে জাহিদ (২৭)।
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শিবগঞ্জে গতকাল চন্ডীহারা বন্দরে মহাসড়ক পারাপারের সময় আপি (৫০) মিয়া নামের এক পথচারী নিহত হন। নিহত আপি মিয়া বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর দুয়ারপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে অজ্ঞাতনামা পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই আপি মিয়া মারা যান।

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুল্লাহ মোহন ইকবাল (১৯) ও শাহাদাৎ হোসেন মজুমদার (১৯) নামে দুই কিশোর নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বদরপুর সৈয়াল বাড়ির সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইকবাল মূলপাড়া সামসুদ্দিন খান কারিগরি বাণিজ্য কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার বিবরণে জানা গেছে, নিহত দুই কিশোর মোটরসাইকেলে বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজার থেকে পার্শ্ববর্তী উপজেলা হাজীগঞ্জ যাচ্ছিলেন। তারা বদরপুর সৈয়াল বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কের পাশে তারা ছিটকে পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য শাহাদাতকে ঢাকা রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে দাউদকান্দি এলাকায় শাহাদাতের মৃত্যু হয়। নিহত ইকবাল মূলপাড়া হাজী বাড়ির খাজে আহমদের ছেলে এবং শাহাদাত একই এলাকার মজুমদার বাড়ির ওবায়দুল মিয়ার ছেলে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। নিহতের নাম মোছা: আঞ্জুমান বেগম (৫৮)। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জুমান বেগম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।

গত শুক্রবার ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। নিহত দু’জন হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং নিহত কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জে সোহেল রানা (১৪) নামে এক কিশোর মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল নিহত হয়েছে। সে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে সীমান্তবর্তী এলাকার চর আমখাওয়া ইউনিয়নের কামারের চর গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় স্কুলশিক্ষক মো: বোরহান উদ্দিন নয়া দিগন্তকে জানান, মোটরসাইকেলে জামালপুর যাওয়ার পথে দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

 

 


আরো সংবাদ



premium cement