২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত

চবি ক্যাম্পাসে নির্মিত হবে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

-


চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির (এসআইও) সাথে নিজ ক্যাম্পাসে একটি ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। এর মাধ্যমে এক দিকে সমুদ্র গবেষণায় যেমনি নতুন দিগন্ত উন্মোচন হবে, তেমনি মিলবে টাইফুন, সুনামি ও ঝড়ের পূর্বাভাস। অবদান রাখবে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায়ও।
চীনের অন্যতম ডিজিটাল সিটি হ্যাংঝুতে অবস্থিত এসআইও কর্তৃপক্ষের আমন্ত্রণে চবির ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্থইয়া আখতার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড মো: কামাল উদ্দিন ও ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ও উল্লিখিত গ্রাউন্ড স্টেশন নির্মাণ প্রকল্পের চবির ফোকাল পারসন ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন গত ১৬ ডিসেম্বর চীনে যান। তারা দুই দিন ধরে হ্যাংঝুস্থ এসআইও’র সব অত্যাধুনিক রিমোট সেন্সিং ও ডাটা এনালাইসিস ল্যাব, চলমান গবেষণা কার্যক্রম ও এসআইও ক্যাম্পাসস্থ প্রধান ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ও লিনানস্থ ওশান স্যাটেলাইট বেইজ স্টেশন পরিদর্শন করেন এবং কয়েক দফা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মিটিং শেষে ১৯ ডিসেম্বর এ চুক্তি স্বাক্ষর করেন। এসআইও’র পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠান প্রধান অধ্যাপক ড. ফ্যাং ইংজিয়া এবং চবির পক্ষে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্থইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেরিন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হলে সংশ্লিষ্ট গবেষকদের জন্য বাংলাদেশের সমুদ্র, আবহাওয়া ও জলবায়ু গবেষণার সুযোগ ও সক্ষমতা অনেকাংশে বাড়বে। এ বিষয়ে চবি ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের গুরুত্ব অনেক ব্যাপক এবং তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে। এর মধ্যে কিছু মূল কারণ হলো- সামুদ্রিক তথ্য সংগ্রহ : স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন সমুদ্রের ওপর স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি সমুদ্র সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন জলবায়ু, তরঙ্গ, সাগরের স্তর, তাপমাত্রা, শৈবাল এবং অন্যান্য সামুদ্রিক প্যারামিটার সংগ্রহে সহায়তা করে।

মৌসুমি ও জলবায়ু গবেষণা : স্যাটেলাইটের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নিরীক্ষণ করা সম্ভব। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রার পরিবর্তনসহ বিভিন্ন পরিবেশগত বিষয় পর্যবেক্ষণ করা এ গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে হয়, যা সমুদ্রবিদ্যা ও জলবায়ু গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মৎস্য শিকার ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা : এ গ্রাউন্ড স্টেশন মাছের উপযোগী পরিবেশ, মাছের জীবনচক্র ও অন্যান্য সামুদ্রিক সম্পদগুলোর প্রাপ্যতা সম্পর্কে তথ্য সরবরাহ করে। এটি মৎস্য শিকার শিল্প ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়তা করে।
জাতীয় নিরাপত্তা ও সমুদ্র গবেষণা : স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন সামুদ্রিক অঞ্চলগুলোর ওপর নজরদারি ও গবেষণা কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করে, যা জাতীয় নিরাপত্তা ও সমুদ্র গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক সহযোগিতা : স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন আন্তর্জাতিক পরিসরে সমুদ্র গবেষণায় সহযোগিতা ও তথ্যবিনিময়কে উৎসাহিত করে। এটি বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে বৈশ্বিক সমুদ্রবিষয়ক গবেষণায় অবদান রাখে। সামগ্রিকভাবে, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন বাংলাদেশের সামুদ্রিক গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবেলা ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর মাধ্যমে টেকসই সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশীয় ও বৈশ্বিক উন্নয়ন ত্বরান্বিত করবে।


আরো সংবাদ



premium cement
সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত : মোবারক হোসাইন নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র! হাসিনা যত টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত : টুকু খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির

সকল