তালা ও তাহিরপুরে সন্ত্রাসী হামলায় তিন সাংবাদিক আহত
- তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
- ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৫
সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের ওপর অতির্কিত হামলা করে আহত করেছে যুবদল কর্মী পরিচয় দানকারী সন্ত্রাসী রমজান সরদার (৩৬)। সে ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। আহত সাংবাদিকরা হলেন, জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো: আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকার সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মো: আতাউর রহমান। তাদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত বিরোধে সালিসের ধার্য দিন ছিল বৃহস্পতিবার। বাদিপক্ষের ডাকে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। সালিস শুরু হওয়ার পূর্বেই ওঁৎ পেতে থাকা যুবদলকর্মী পরিচয়দানকারী সন্ত্রাসী রমজান সরদার (৩৬) দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এতে সাংবাদিক আক্তারের মাথায় গুরুতর জখম হয় এবং সাংবাদিক আতাউর কে কিলঘুসি মেরে আহত করে।
সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্মীয়ের জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মীমাংসার জন্য পরিষদে হাজির হওয়ার সাথে সাথে কোনো কিছু বুঝে উঠার আগেই পেছন দিক থেকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেঁটে গুরুতর জখম হয়। এ সময় সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সন্ত্রাসী রমজান বলেন, সাংবাদিকদের এই সালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা এলো কেন।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাহিরপুরে সাংবাদিকের ওপর হামলা
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আল আমিন আহমেদ সালমান (২৭) হামলা ও মারধরের শিকার হয়েছেন। মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী হাসান (৩২) ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন (৪২) তাকে মারধর করেন। বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর বাজারে এ ঘটনাটি ঘটে। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক আল আমিন আহমেদ সালমান বলেন, আমি গত ৯ অক্টোবর কালের কণ্ঠ পত্রিকায় মধ্যনগরে বেপরোয়া চোরাচালান চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। পত্রিকায় খবরটি ছাপা হওয়ার পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী আমার প্রতি ক্ষুব্ধ হন। এর জের ধরেই আমি হামলা ও মারধরে শিকার হয়েছি। আমি শারিরিকভাবে একটু সুস্থ হয়ে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব। মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম মজনু ওই সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনাটি দুঃখজনক ও নিন্দা জনক, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ভার দল নিবে না। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, হামলা ও মারধরের ঘটনাটি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা