২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৬০ ভাগ শ্রমজীবীকে বাদ দিয়ে পরিবর্তন সম্ভব নয় : শামসুল ইসলাম

নারায়ণঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন মাওলানা শামসুল ইসলাম : নয়া দিগন্ত -

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাওলানা সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ১৮ কোটি মানুষের দেশ এই বাংলাদেশ। এ দেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী। শতকরা ৬০ ভাগ নিম্নবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষ। এই ৬০ ভাগ মানুষকে বাদ দিয়ে দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ছিল বলেই দেশে পরিবর্তন এসেছে।
গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন শহরের জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আ ন ম শামসুল ইসলাম বলেন, যারা দ্বীন কায়েম করেছেন, তাদের অধিকাংশ ছিলেন শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ যেদিকে যায় সেদিকেই সফলতা আসবে। শ্রমজীবী মানুষ খুবই সহজ সরল। পৃথিবীর ইতিহাসে যেখানে পরিবর্তন এসেছে সেখানে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল বেশি। আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা ছিল। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভপতি মো: আবদুল মোমিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, মহানগনগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার ও কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল আমিন, মহানগরী শ্রমিক কল্যাণের উপদেষ্টা ও মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মাওলানা আবদুল কাইয়ুম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কর্মপরিষদ পরিসদ সদস্য এস এম শাজাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সেই সাথে দ্বিবার্ষিক সম্মেলনে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য মো: আবদুল মোমিনকে সভাপতি এবং মো: সোলায়মান হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমরা দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না : ডা: শফিক পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বুয়েট ছাত্রের মৃত্যু তিনটি কর্মসূচিতে ১১৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত!

সকল