২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

চার জেলায় প্রাণ গেল ৭ জনের

-


পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত, হয়েছেন আরো সাতজন।
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেট-তামাবিল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।
শুক্রবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দামড়ি ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার তাতীকোনা গ্রামের সৈয়দ জুনেদ আহমদের ছেলে সৈয়দ মুখছুদ হাসান মহান (২০), ছাতক থানার রাধানগর গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল আজিজ সায়েম (১৯), সিলেট কোতোয়ালি মডেল থানার দনি বাগবাড়ি এলাকার বাসিন্দা আবদুল হাসিমের ছেলে মো: হাফিজুর রশিদ (২০)। আহত দু’জন হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বড় বণ্ডী গ্রামের বাসিন্দা- আবদুস সত্তারের ছেলে জামিল আহমদ (২০), সুনামগঞ্জের ছাতক থানার মণ্ডলিবোগ গ্রামের বাসিন্ধা হাজী জামিল আহমদের ছেলে মাহি (২১)। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাফলং থেকে সিলেটে আসার পথে (ঢাকা মেট্রো-গ ১৩-৩৮৫৪) নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার মহাসড়কের দামড়িব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে। ঘটনাস্থলেই দুইজন মারা যান। তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা গেছেন।
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের চুনারুঘাটের চণ্ডিতে বালুবোঝাই ট্রাকচাপায় সজল মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত সজল হবিগঞ্জের লাখাই উপজেলার কাসেমপুর গ্রামের আবদুল ছিদ্দিক মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার সাতছড়ি সড়কের চণ্ডি মাজারের অদূরে আঞ্চলিক মহাসড়কে জামটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে লাখাই থেকে সজল ও তার পাঁচ বন্ধু সাতছড়ি ঘুরতে আসেন। সেখানে খাওয়া-দাওয়া শেষে দুপুরে তার চাচাতো ভাই রুবেলের মোটরসাইকেলে চুনারুঘাট বাজারের দিকে যাচ্ছিল। যাত্রা পথে মোটরসাইকেলটি ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চণ্ডি মাজারের অদূরে জামটিলা এলাকায় পৌঁছলে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে সামন থেকে ধাক্কা দেয়। এতে সজল মিয়া সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। এ দিকে ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার ঠাকুরগুনা কলমাকান্দা সড়ক পথের হোগলা এলাকায় বালুবাহী লরি উল্টে নিলয় দাস (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার ভরে ঠাকুরকোনা-কলমাকান্দা সড়ক পথের হোগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নিলয় দাস কলমাকান্দা সদর ইউনিয়নের গোজা কুলিয়া গ্রামের যতীন্দ্র দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কলমাকান্দা থেকে বালুবোঝাই করে একটি লরি ঠাকুরকোনা আসার পথে হোগলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে লরির নিচে চাপা পড়ে চালক মারা যান।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে তদন্ত করে আয়নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
শুক্রবার লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজারসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। সালামপুর থেকে লালপুরগামী একটি চার্জার ভ্যানকে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানযাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় উপজেলার লক্ষণবাড়িয়া গ্রামের এমাজউদ্দিন ছেলে ভ্যানযাত্রী মো: ইসলাম (৫০) ঘটনাস্থলেই মারা যান। আরেক যাত্রী ধরবিলা গ্রামের আবদুর রহমানের ছেলে মো: আরিফ (২৪) গুরুতর আহত হন।

আহত আরিফকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের তারাকান্দায় মাইক্রোবাসের ধাক্কায় মাওলানা সাইন উদ্দিন নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি তারাকান্দা উপজেলা কাকুরা জামে মসজিদের ইমাম ও ফরিদপুর গ্রামের মেহের আলীর ছেলে ছিলেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের আজান দেয়ার জন্য মসজিদে আসার পথে পেছন থেকে তারাকান্দাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। জনতা চালকসহ গাড়িটি আটক করে পুলিশে দিয়েছেন।
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়াতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে মোমিন হোসেন (২৬), ইউনুস আলীর ছেলে পাপ্পু (২৮), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আব্বাছ আলী (১৬) ও একইপাড়ার মুনছুর আলীর ছেলে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সম্রাট হোসেন (১৬)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ইউটার্ন নিতে গিয়ে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন।

 


আরো সংবাদ



premium cement

সকল