১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিএসসিসির টাকা ফেরতে টালবাহানা তাপসের মধুমতি ব্যাংকের

গচ্ছিত আছে ৪৭০ কোটি টাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) - সংগৃহীত

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র হওয়ার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) টাকা তার পরিচালনাধীন মধুমতি ব্যাংকে রাখা শুরু করেন। নগরবাসীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি’র বেশির ভাগ সংগ্রহ করা হয় এ ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া প্রতি বছর মধুমতি ব্যাংকে বিপুল অঙ্কের টাকা এফডিআর করে রাখা হতো। বর্তমানে ৪৭০ কোটি টাকা গচ্ছিত রয়েছে এ ব্যাংকে। নতুন প্রশাসক আসার পর ডিএসসিসির প্রয়োজনে ওই টাকা তুলতে গেলে এখন ফেরত দিতে টালবাহানা করছে মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ। এতে আর্থিক সঙ্কটে পড়ার আঙ্ককায় ভুগছে ডিএসসিসি।

জানা যায়, ডিএসসিসি দীর্ঘ দিন ধরে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও সিটিজেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে; কিন্তু ২০২০ সালে মেয়র হয়েই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারি মধুমতি ব্যাংকে ডিএসসিসির অ্যাকাউন্ট খোলেন। মেয়র তাপস আগে থেকেই ওই ব্যাংকের পরিচালক থাকায় ব্যাংকটিকে তিনি এ সুবিধা পাইয়ে দেন। এরপর ডিএসসিসির আয়-ব্যয়ের বেশির ভাগই লেনদেন করা হয় বেসরকারি এ ব্যাংকটির মাধ্যমে। বিশেষ করে নগরবাসীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি’র বেশির ভাগ সংগ্রহ করা হয় এ ব্যাংকের মাধ্যমে। এ জন্য নগরভবনেও মধুমতি ব্যাংকের বুথ খোলার সুযোগ করে দেন মেয়র। এ ছাড়া আদায়কৃত এসব টাকা প্রতি তিন মাসের জন্য এফডিআর করে রাখা হয় ওই ব্যাংকে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ৭০৩ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৮৭৯ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে এক হাজার ৩২ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে এক হাজার ৬১ কোটি টাকা রাজস্ব আদা করে ডিএসসিসি। এর মধ্যে অর্ধেক টাকা আদায় ও জমা করা হয় মধুমতি ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া ঠিকাদারদের কাছ থেকে নেয়া জামানতের টাকাও মধুমতি ব্যাংকে রাখা হতো। এখান থেকে প্রায় প্রতি বছরই ৫০০ কোটি টাকার বেশি মধুমতি ব্যাংকে এফডিআর করে রাখা হতো। এ বছরের শুরুতে মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখায় ৫৭০ কোটি টাকার বেশি এফডিআর করা ছিল ডিএসসিসির। ব্যাংকের মতিঝিল, গুলশান, ধানমন্ডি, নয়াপল্টন, বাংলামোটর, বাড্ডা, বংশাল, মিটফোর্ড প্রভৃতি শাখায় এ টাকা গচ্ছিত রাখা হয়। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পর এফডিআরের মেয়াদ শেষে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় টাকা নিয়মিত অ্যাকাউন্টে নিয়ে আসে ডিএসসিসি। বাকি টাকা আবারো এফডিআর করে রাখা হয়।

মেয়াদ পূর্ণ হওয়ায় মেয়র তাপস এ বছর দুই ধাপে সেখান থেকে ৬০ কোটি টাকার মতো উত্তোলন করেন। সম্প্রতি আবারো এফডিআরের মেয়াদ শেষ হলে গত ১৭ নভেম্বর নতুন প্রশাসক ডিএসসিসির বিভিন্ন বকেয়া বিল প্রদানের জন্য মধুমতি ব্যাংকের কাছে ১৪০ কোটি টাকা চেয়ে চিঠি দেন; কিন্তু শুরু থেকেই নানা টালবাহানা করতে থাকে ব্যাংকটি। প্রায় এক মাস পর সম্প্রতি তিনটি শাখা থেকে ৪০ কোটি টাকা দিয়েছে মধুমতি ব্যাংক। এর মধ্যে গুলশান শাখা থেকে ২০ কোটি টাকা এবং বাংলামোটর ও নয়াপল্টন শাখা থেকে ১০ কোটি টাকা করে ডিএসসিসিকে দেয় ব্যাংক। কিন্তু ডিএসসিসির চাহিদা মতো আরো ১০০ কোটি টাকা দিতে গড়িমসি করছে মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ। ডিএসসিসির কর্মকর্তারা জানিয়েছেন, নগর কর্তৃপক্ষ ব্যাংকের শাখাগুলোতে ফোন দিলে তারা প্রধান কার্যালয়ের অনুমতি নেই বলে জানান। আর প্রধান কার্যালয়কে জানালে তারাও কোনো সায় দিচ্ছে না। এ দিকে মেয়র তাপসের সময় নগরীর বিভিন্ন উন্নয়নকাজ করলেও তাদের বিল ঠিকমতো দেয়া হয়নি।

এ ছাড়া ঠিকাদারদের জামানতের বিপুল অঙ্কের টাকাও জমা রয়েছে ডিএসসিসিতে। বর্তমানে নতুন পরিস্থিতিতে এসব বিল ও জামানতের টাকা ফেরত পেতে নগরভবনে ভিড় করছেন ঠিকাদাররা। প্রতিদিনই তাদের আবেদন-নিবেদনে অতিষ্ঠ প্রশাসক প্রথম দিকে তাদের বিল পরিশোধে তেমন সায় না দিলেও সম্প্রতি অনেকগুলো বিল দেয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে কিছু বিলে সইও করেছেন। কিন্তু মধুমতি ব্যাংক ডিএসসিসির গচ্ছিত টাকা ফেরত না দেয়ায় ঠিকাদারদের বিল পরিশোধে সমস্যায় পড়তে হচ্ছে বলে হিসাব বিভাগ সূত্রে জানা গেছে। অবশ্য ডিএসসিসি সূত্রে জানা যায়, বর্তমানে তাদের অন্যান্য খাতে যেসব অর্থ আছে তা দিয়ে আরো দুই মাসের ব্যয় মেটানো সম্ভব হবে। ফলে আপাতত সঙ্কট না হলেও মধুমতি ব্যাংক টাকা ফেরত না দিলে অদূর ভবিষ্যতে অর্থসঙ্কটে পড়তে পারে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান নয়া দিগন্তকে বলেন, মধুমতি ব্যাংককে চিঠি দেয়া হয়েছে। তারা কিছু টাকা দিয়েছে। বাকি টাকা আনতে চেষ্টা চলছে। তবে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি আগামী মাসে আরো টাকা পাওয়া যাবে।

 


আরো সংবাদ



premium cement
ইংলিশ লিগ কাপে সেমিতে ওঠল লিভারপুল বেইজিংয়ের সাথে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী রুবিও টঙ্গীতে ইজতেমা মাঠ-সংলগ্ন অগ্নিকাণ্ডের দৃশ্য নয়, এটি পুরোনো ভিডিও অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক ইজতেমা ময়দান এখন সরকারের নিয়ন্ত্রণে পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর জুলাই বিপ্লবে শহীদ-আহতদের সন্তানের শিক্ষার ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী : বুলবুল বগুড়া সদরের সাবেক এমপি রিপু গ্রেফতার আন্তঃমহাদেশীয় শিরোপা জিতল রিয়াল পেকুয়ায় ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫ ভিয়েতনামে বিনোদন কেন্দ্রে আগুন, মৃত্যু ১১

সকল