কড়াইল বস্তিতে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বিকেল ৪টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকাল সোয়া ৪টার দিকে হঠাৎ আগুন লাগে এ বস্তিতে। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রওনা দেয়। তবে রাস্তায় যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছতে দেরি হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশান লেকের পাশে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ওই এলাকায় রাস্তা সঙ্কীর্ণ হওয়ায় পানিবাহী গাড়িগুলো ঢুকতে অসুবিধা হয়েছে।
প্রসঙ্গত, দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে। মূলত, গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে।