১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

আইনজীবীসহ চার জেলার সড়কে নিহত ৭

-


টাঙ্গাইলের মধুপুর এবং দেলদুয়ারে ইমাম ও মোয়াজ্জিনসহ তিনজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মেহেরপুরের গাংনীতে নিহত হয়েছেন এক আইনজীবী। রাজবাড়ীর গোয়ালন্দে ভ্যানচালক নিহত হয়েছেন। এ দিকে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। এতে কোনো হতাহত হয়নি।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইমাম হাফেজ মো: হাবিবুর রহমান(২০) ও মুয়াজ্জিন হাফেজ মো: হাসান সিরাজী (১৮)।

জানা যায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে ইমাম ও মুয়াজ্জিন উত্তর দিক বড়বাইদ এতিমখানা থেকে কাকরাইদ মসজিদে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে মধুপুরের পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পূর্বাচল রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুড়িল বিশ^রোড-কাঞ্চন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা থেকে কাঞ্চনের দিকে যাচ্ছিল।

নিহতদের বন্ধু রাকিব হাসান জানান, রাজধানীর বসুন্ধরা যমুনা ফিউচারপার্ক এলাকায় নিহত আব্দুর রউফ ও শিপনের মোবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ৬টি মোটরসাইকেলে ১২ জন বন্ধু পূর্বাচলের ৩০০ ফিট সড়ক পথে চাঁদপুর যাচ্ছিল। দুপুরের দিকে তারা পূর্বাচলের ৩নং সেক্টরের ভূঁইয়াবাড়ী ব্রিজে পৌঁছলে শিপন ও রউফের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিপন ও রউফ মারা যান।
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাথরাইল এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে দেলদুয়ার থেকে পিতাপুত্র ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় পাথরাইল পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সুশান্ত ঘোষ (১৩) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হন সুশান্ত ঘোষের পিতা ধনঞ্জয় ঘোষ (৫০)। ধনঞ্জয় ঘোষ টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের বাসিন্দা।

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের গাঁড়াডোব নামক স্থানে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষানবিস আইনজীবী রোমানা আক্তার (৩৫) নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহত রোমানা আক্তার ছবি মেহেরপুর শহরের ক্যশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে।
গতকাল বেলা ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয়(২৩)।
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় বাসের ধাক্কায় জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে এক ভ্যানচালক ও রাজমিস্ত্রি নিহত হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলা দাদসী ইউনিয়নের সমেশপুর গ্রামের সোনামদ্দিন মোল্লার ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গোয়ালন্দ উপজেলা স্ট্যাম্প ভেন্ডার মোহাম্মদ আক্কাস হোসেন জানান, প্রতিদিনের মতো সারাদিন কাজ করে ৭-৮ জন শ্রমিক তাদের নিজেদের ভ্যানে বাড়ি যাচ্ছিলেন। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি বাস ব্যাটারিচালিত ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক রাজমিস্ত্রি নিহত হয়। অপর যাত্রীরা ছিটকে পড়ে। দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর অজ্ঞাত বাসটি দ্রুত গতিতে ফরিদপুরের দিকে চলে যায়।

কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস
পটিয়া-চন্দনাইশ(চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল একটি মাইক্রোবাস। এতে অল্পের জন্য পেল মাইক্রোবাস চালক। গতকাল দুপুরে ওই রুটের বোয়ালখালী সারোয়াতলী বেঙ্গরা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চকরিয়া থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে বেঙ্গুরা স্টেশনের কাছে একটি বাড়িতে নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পরে ট্রেনটি কিচ্ছুক্ষণের জন্য থেমে পরে বেলা ১টা ৪০ মিনিটের সময় ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানা গেছে।

 


আরো সংবাদ



premium cement
ইংলিশ লিগ কাপে সেমিতে ওঠল লিভারপুল বেইজিংয়ের সাথে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী রুবিও টঙ্গীতে ইজতেমা মাঠ-সংলগ্ন অগ্নিকাণ্ডের দৃশ্য নয়, এটি পুরোনো ভিডিও অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক ইজতেমা ময়দান এখন সরকারের নিয়ন্ত্রণে পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর জুলাই বিপ্লবে শহীদ-আহতদের সন্তানের শিক্ষার ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী : বুলবুল বগুড়া সদরের সাবেক এমপি রিপু গ্রেফতার আন্তঃমহাদেশীয় শিরোপা জিতল রিয়াল পেকুয়ায় ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫ ভিয়েতনামে বিনোদন কেন্দ্রে আগুন, মৃত্যু ১১

সকল