অভিনব পুরস্কার
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৭
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অভিনব পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। প্রথম বিজয়ীকে পুরস্কার দেয়া হবে গরু। আর তারপরের বিজয়ীরা পাবেন মাছ, রাজহাঁস বা মোরগ।
খেলায় অংশগ্রহণকারীদের আকৃষ্ট করা ছাড়াও স্থানীয় পণ্য উৎপাদন উৎসাহিত করার চেষ্টাতেই এমন ভিন্নধর্মী পুরস্কার ঘোষণার এই পদক্ষেপ। আগামী ২৯ ডিসেম্বরে ‘নং আন তাইপিংচি আইস অ্যান্ড স্নো’ হাফ ম্যারাথন আয়োজন করা হবে। এই ম্যারাথনের আয়োজকরা উইচ্যাট পোস্টে বলেছেন, এই দৌড়ে পুরুষ ও নারী চ্যাম্পিয়নদের গরু পুরস্কার দেয়া হবে। খামারের এই পশুটির বিনিময় মূল্য হবে ৬ হাজার ইউয়ান (৮২৮ ডলার) । দ্বিতীয় স্থান অধিকারী পাবে তাইপিং পুকুর থেকে মাছ এবং একই স্থান থেকে আসা রাজহাঁস, হাঁস ও মোরগ। ম্যারাথনে অন্যান্য অংশগ্রহণকারীদেরকে দেয়া হবে দশ কেজি চাল ও গম।
অভিনব পুরস্কর ঘোষণার নোটিশটি চীনের সোস্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। উইবোর একজন ব্যবহারকারী লিখেছেন, ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করা ব্যক্তি বিদেশী হলে গরু-ছাগল বহন করে নিয়ে যাওয়ার জন্য তাকে দ্রুতগতির ট্রেনের টিকেট কাটতে হবে কিনা।
চীনে হাফ ম্যারাথন এক ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। সেখানে বিভিন্ন দেশ থেকেই দৌড়বিদরা অংশ নেন। এবারের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চীনের জিলিন প্রদেশের নংআন কাউন্টির ওয়েটল্যান্ড পার্কে। প্রধান একটি কৃষিপণ্য উৎপাদন এলাকা এটি। চাইনিজ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের হিসাব মতে, সম্প্রতি কয়েক বছরে চীনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রসার ঘটেছে দ্রুত। ২০২৩ সালে দেশজুড়ে মোট ৬২২টি ম্যারাথন ও হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা