০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

টিয়া যখন দন্তচিকিৎসক!

-

আদরের টিয়াকে পোষ মানিয়েছে কিশোর। কিন্তু সেই পোষ্যই যে দন্তচিকিৎসকের ভূমিকা পালন করবে তা ভাবা যায়নি। ঠোঁট দিয়ে কিশোরের একটি দাঁত তুলেই ফেলল টিয়া। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘ডিসকভার গুয়াংজু’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি টিয়াকে তালুবন্দী করে রেখেছে এক কিশোর। ছেলেটির হাঁ করে রয়েছে। টিয়াকে নিজের মুখের ভেতরেই যেন ঢুকিয়ে দিচ্ছে সে।
পরে দেখা গেল, কিশোরের একটি দাঁতে ঠোঁট বসিয়ে তা নিমেষের মধ্যে তুলে ফেলল টিয়া। কিশোর যন্ত্রণায় একটু নড়ে উঠলেও পরে যেন স্বাভাবিক হয়ে যায়। ঠোঁটে কিশোরের দাঁত তুলে তা আবার অন্য এক জনের হাতে রেখে দেয় টিয়া।
ঘটনাটি মে মাসে চিনের জেজিয়াং প্রদেশের ফোশান এলাকায় ঘটেছে। আসলে কিশোরের একটি দাঁত নষ্ট হয়ে গিয়েছিল। সেই দাঁতটিই তুলে ফেলে কিশোরের পোষ্য টিয়া। দাঁত তুলে ফেলার পর বিন্দুমাত্র রক্তপাতও হল না কিশোরের। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের অধিকাংশের। একজন অবাক হয়ে মন্তব্য করেছেন, ‘আমি প্রথমে বুঝতেই পারিনি। চোখের পলক ফেলতে না ফেলতেই পাখিটি আমায় অবাক করে দিল।’ ইন্টারনেট।

 

 


আরো সংবাদ



premium cement