১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেন্টমার্টিন ভ্রমণে বিধিনিষেধ কেন অবৈধ নয় : হাইকোর্ট

-

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক বা নাগরিকদের যাতায়াত ও অবস্থানে বিধিনিষেধ আরোপ করে সরকারের সিদ্ধান্ত প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতির করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন।
রুল গত ২৮ অক্টোবরের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত তথা অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী উজ্জ্বল হোসেন। পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিবাদিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো: আমির হোসেন ও মো: উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি এ এন এম হেলাল উদ্দিন গত ২১ নভেম্বর রিটটি করেন।
পরিবেশগত সঙ্কটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে পাঁচ দফা সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে গত ২৮ অক্টোবর স্মারক জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (পরিবেশ শাখা-২)।
চার সপ্তাহের মধ্যে পরিবেশসচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিবাদিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement