১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
হাইকোর্টের রায়

হাবে প্রশাসক নিয়োগ অবৈধ, নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন

-

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। অপর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী রূহুল কুদ্দুস কাজল। রায়ের পরে আইনজীবী শিশির মনির বলেন, হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। রায় অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক হাবের অফিসে যে প্রশাসক নিয়োগ দিয়েছে তা অবৈধ ঘোষণা করা হয়েছে। একইসাথে আগের কমিটিকে বহাল করা হয়েছে। এর মাধ্যমে অতীতে যারা কার্যক্রম পরিচালনা করেছিলেন, ওই নির্বাচিত কমিটিই দায়িত্ব পালন করবেন।
গত ১৫ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছিল, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো।
তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।
তবে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের প্রতিবাদে হাইকোর্টে রিট করে হাব। সেই রিটে জারি করা রুল শুনানি শেষে রোববার রায় দেন হাইকোর্ট।

 


আরো সংবাদ



premium cement
আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সকল