বাঁকা দৃষ্টিতে তাকাবেন না, ভারতকে হাফিজ
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভারতকে বাংলাদেশের দিকে বাঁকা দৃষ্টিতে না তাকাতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
গতকাল রোববার সন্ধ্যায় নগরীর নূর আহমদ সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের নাসিমন ভবনের প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ভারত সরকারের ভুল পররাষ্ট্রনীতির কারণে দক্ষিণ এশিয়ার সব দেশ মোদি সরকারের বিরুদ্ধে চলে গেছে। তাদের এখান থেকে শিক্ষা নেয়া উচিত। বাংলাদেশের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাবেন না। আমরা কারও খাইও না, পড়িও না। আমরা স্বাবলম্বী দেশ।’
আওয়ামী লীগ ভারতে বসে কল্পকাহিনী তৈরি করছে উল্লেখ করে হাফিজ বলেন, ‘পতিত স্বৈরাচার সীমান্তের ওপারে বসে নানা ধরনের কল্পকাহিনী অবতারণা করে যাচ্ছে। এখানে নাকি প্রত্যেক দিন সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ভারতের মিডিয়া প্রচার করছে বাংলাদেশে কোনো হিন্দু মহিলা শাঁখা-সিঁদুর দিয়ে রাস্তায় বের হতে পারে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়া অকথ্য মিথ্যাচার এখনো করছে। কি চায় তারা?
বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি মেনে নেয়া হবে না জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত স্বাধীনচেতা। ভারত আমাদের বন্ধু। আমরা তাদের বন্ধু হিসেবে থাকতে চাই। কিন্তু সমমর্যাদার ভিত্তিতে সমপর্যায়ে। যেসব চুক্তি তারা করেছে, সরকারকে বলব প্রত্যেকটি প্রকাশ করুন। এগুলোতে বাংলাদেশের স্বার্থ আছে কি না আমরা দেখতে চাই। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি আমরা মেনে নেবো না। আমরা বন্ধুসুলভ আচরণ চাই। আমরা আমাদের দেশের জনগণের জীবন মান উন্নয়নে ব্যস্ত।’
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীর সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।