সংস্কার নিয়ে এক উপদেষ্টার মন্তব্যকে ‘অহমবোধের অভিব্যক্তি’ বললেন রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংস্কার নিয়ে একজন উপদেষ্টার বক্তব্যকে অহমবোধের অভিব্যক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রাজনৈতিক দল গড়ে উঠে গণস্বার্থকে কেন্দ্র করে। ছাত্রজনতার অভ্যুত্থানে ৫ আগস্টের পর গঠিত গতকাল রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়তাবাদী কৃষকদল মহানগর উত্তরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একজন উপদেষ্টা বলেছেন ৫০ বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি, আমরা করছি। তাহলে ’৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে? এগুলো কি সুশীলসমাজের অবদান? হ্যাঁ তারা সমর্থন করেছে। তিন শ’ শতাব্দী থেকে ভোটের প্রথা চালু হয়েছে। আট শ’ বছর আগে ইংল্যান্ডে অধিকারের আন্দোলন শুরু হয়েছে। বড় বড় উন্নত দেশেও রাষ্ট্রের সংস্কার কখনো অবসরপ্রাপ্ত রাজনীতিবিদদের দিয়ে হয় না।’
সংস্কার নিয়ে জনৈক উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘এটি অহমবোধের অভিব্যক্তি। একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার এই সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন। রাজনৈতিক দলগুলোই সেটা বাস্তবায়ন করেছে। প্রকৃত সংস্কার করলে গণতন্ত্রের যে অপরিহার্য অংশ নির্বাচন, আইনের শাসন, বিচার বিভাগ এগুলোর সংস্কার তো বিলম্ব হওয়ার কথা না।’
সরকার এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি, পতিত স্বৈরশাসকের বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের চিহ্নিত করুন, মধ্যস্বত্বভোগীদের আইনের আওতায় আনুন। রাস্তায় রাস্তায় এখনো গাড়িতে চাঁদাবাজি করছে। বিএনপি এসব বন্ধের চেষ্টা করতে পারে, কিন্তু বন্ধ করতে পারবে না। এর দায়িত্ব সরকারের।
কৃষক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আসজাদুল আরিস ডলের সভাপতিত্বে সদস্যসচিব শফিকুর রহমান মিঠুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দফতর সম্পাদক মো; শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শাম।