১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাইক চালাচ্ছে আসামি পেছনে পুলিশ

-

হাতে হাতকড়া। এক হাতে দড়িও বাঁধা। তেমনভাবেই বাইক চালাচ্ছেন এক তরুণ। বাইকের পেছনের আসনে হেলমেট পরে বসে রয়েছেন এক পুলিশকর্মী। আসলে বাইকচালক নিজেই অভিযুক্ত। পুলিশকে বাইকে বসিয়ে নিজেই থানায় যাচ্ছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘মণীশ যাদব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে হাতকড়া পরা এক তরুণকে বাইক চালাতে দেখা গিয়েছে। তরুণের পেছনে বসে রয়েছেন উর্দি পরা এক পুলিশকর্মী। তার মাথায় হেলমেট। চালকের আসনে যে তরুণ রয়েছেন, তিনি আসলে অভিযুক্ত। তার হাতে দড়ি বেঁধে তা বাইকের পেছনে বসে শক্ত করে ধরে রয়েছেন পুলিশকর্মী।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরী এলাকায় ঘটেছে। ভিডিওটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হলে তা স্থানীয় পুলিশের নজর কাড়ে। পুলিশ সূত্রে খবর, বাইকের পেছনের আসনে যে পুলিশকর্মীকে দেখা গিয়েছে, প্রথমে তিনিই নাকি বাইক চালাচ্ছিলেন। শীতের সকালে ঠাণ্ডা লাগছিল বলে অভিযুক্তকে বাইক চালানোর নির্দেশ দেন তিনি। সেই পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement