১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সেমিনারে ড. আবদুর রব

স্বাধীন মুসলিম দেশের উপযোগী আইন ও সংবিধান রচনা করতে হবে

-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রব বলেছেন, সারা দুনিয়াতে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠী একটি দেশ গঠন করে এবং রক্ষা করে। সে দেশের আইন ও সংবিধান যদি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্ম ও সংস্কৃতির অনুকূলে না থাকে তবে সে দেশ টিকে থাকার অনুপ্রেরণা পায় না। এ জন্য আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীন মুসলিম দেশের উপযোগী আইন ও সংবিধান চাই।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশের সংবিধান সংস্কার’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর সাধারণ সম্পাদক চক্ষু বিশেষজ্ঞ ডা: ফরিদ উদ্দিন আহমাদ খান। বিশেষ অতিথি ছিলেন ডুয়েটের সাবেক ডিন ড. আবদুল মান্নান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান মো: আজহারুল ইসলাম, মিডিয়াব্যক্তিত্ব ড. ফায়জুল হক, ইতিহাস অন্বেষার সম্পাদক এস এম নজরুল ইসলাম, মুসলিম উম্মাহ ট্রাস্টের সভাপতি মুফতি সাঈদ আবদুস সালাম, প্রিন্স সজল, ড. ইমরান প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন রফিকুল ইসলাম রিমন এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সাংবাদিক জাকির হোসেন।
মূল প্রবন্ধে ডা: ফরিদ উদ্দিন খান বিদ্যমান সংবিধানকে জাতীয় সংবিধানের পরিবর্তে দলীয় মেনিফেস্টোতে পরিবর্তন করার জন্য আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করে বলেন, কারো দলীয় অ্যাজেন্ডা বা ভাষণ জাতীয় সংবিধানের অংশ হতে পারে না। তিনি দলীয় স্বার্থে অন্তর্ভুক্ত করা বিভিন্ন ধারা-উপধারা সংবিধান থেকে বাদ দিয়ে তার পরিবর্তে জাতীয় স্বার্থে সংবিধানের বিভিন্ন ধারা-উপধারা সংযুক্ত করার প্রস্তাব করেন।
সেমিনারে বক্তারা আরো বলেন, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান জারিকৃত ল’ অব কমিউনিকেশন অর্ডার-১৯৭১ অনুসারে আমরা পাকিস্তান থেকে উত্তরাধিকারসূত্রে বাংলাদেশ পেয়েছি। এ জন্য আমাদের সংবিধান হওয়া উচিত ১৯৫৬ সালের ইসলামী সংবিধান। ১৯৭২ সালের সংবিধান ছিল ভারতের চাপিয়ে দেয়া সংবিধান উল্লেখ করে তারা আরো বলেন, এ জন্য আমাদেরকে হয় ১৯৫৬ সালের সংবিধান গ্রহণ করতে হবে অথবা নতুন করে স্বাধীন মুসলিম দেশের উপযোগী সংবিধান রচনা করতে হবে।


আরো সংবাদ



premium cement