১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে মিসবাহ সিরাজকে অপহরণের পর কুপিয়ে জখম

-

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণের পর কুপিয়ে জখম করা হয়েছে। দুর্বৃত্তদের কবল থেকে থেকে মুক্তিপণ দিয়ে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করেছেন স্বজনরা। এরপর নগরের একটি প্রাইভেট হাসপাতালে তার অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিবারের লোকজন তিনি কোথায় আছেন তা জানাতে অপারগতা জানিয়েছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার পরে নগরের সুবিদবাজারে একটি বাসার সামনে থেকে তাকে অপহরণ করা হয়। ভোর ৪টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদীঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, অপহরণ হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশায় করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে ফাজিলচিশতে নিজ বাসার সামনে পৌঁছামাত্র কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত যুবকরা তার অটোরিকশার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় তাকে। এরপর ভোর রাতে দুর্বৃত্তরা তার মোবাইল ফোন থেকে পরিবারের লোকজনের কাছে কল দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। অবশ্য পরে ২৫ লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ভোর ৪টার দিকে নগরের সাগরদীঘিরপাড় থেকে এনে রক্তাক্ত অবস্থায় সুবিদবাজার মাসালাবাজারের সামনে ছেড়ে দেয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব বাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে ঘরে ফিরেন স্বজনরা। পরে তাকে নগরের সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। আল হারামাইন হাসপাতালে চিকিৎসক ডা: চৌধুরী নাহিয়ান বলেন, ভোরে ফজরের নামাজের আগে মিসবাহ উদ্দিন সিরাজকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তার পায়ে অস্ত্রোপচার করা হয়। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিসবাহ উদ্দিন সিরাজের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছাড়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল