১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পান্ডার নাম পাল্টাতে কোটি টাকা

-

পান্ডার নাম বদলাতেই মহাকাণ্ড ঘটাল হংকং। চীনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া দু’টি বড় পান্ডার নাম পরিবর্তন করতে তারা এই কাণ্ড ঘটায়। এ জন্য তারা খরচ করেছে ৯০ হাজার ডলারের বেশি (বাংলাদেশী টাকায় যা এক কোটির বেশি)। গত সেপ্টেম্বরে চীন থেকে উপহার হিসেবে হংকংয়ে আসে এন এন এবং কে কে নামের ওই পান্ডা দু’টি। এর পরের মাসেই শুরু হয় তাদের নাম বদলানোর কার্যক্রম। আর সেই নাম দিতে রীতিমতো একটি প্রতিযোগিতার আয়োজন করে হংকং প্রশাসন। চাওয়া হয় নতুন নাম। প্রতিযোগিতার জন্য ঘটা করে ওয়েবসাইট খোলা হয়। কর্মী নিয়োগ দেয়া হয়। অনলাইনে বিজ্ঞাপন দেয় কর্তৃপক্ষ। রেলস্টেশনগুলোতেও বিজ্ঞাপন বোর্ড টাঙিয়ে দেয়া হয়। সেই সাথে বিজয়ীদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়।
বিজয়ীর জন্য রাখা হয়েছিল বড় অঙ্কের অর্থ, দামি ঘড়ি এবং ওশান পার্কের সদস্যপদ ও ভাউচার। পান্ডা দু’টিকে যে থিম পার্কে রাখা হয়েছে, সেটির নাম ওশান পার্ক। কিন্তু প্রশাসনের এই উদ্যোগে বিচারকরা পানি ঢেলে দেন। তারা আদেশ দেন, পান্ডা দু’টির যে নাম আছে, সেই নামই থাকবে। তবে কেন এত অর্থের অপচয়? এমন প্রশ্নের ব্যাখ্যায় স্থানীয় সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জনগণ যে পান্ডা দু’টির আসল নাম রেখে দেয়ার পক্ষে মত দেবে, এমনটি কর্তৃপক্ষ আগে বুঝতে পারেনি। সাধারণত হংকংয়ে পান্ডাদের নাম রাখার ক্ষেত্রে জনগণের কাছ থেকে নাম চাওয়া হয় অথবা জন্মের পর যখন মায়ের দুধ খায়, তখন যে নামে ডাকা হয়, সেই নামই রেখে দেয়া হয়। কর্তৃপক্ষ তাদের যে নাম দেয়, অনেক সময় সেই নামও থেকে যায়। দুই পান্ডার মধ্যে এন এন ছেলে এবং কে কে মেয়ে। উভয়ের বয়স পাঁচ বছর। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement
ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক

সকল