মুহূর্তেই দুই টুকরো হয়ে গেল প্লেন
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৮
ব্যস্ত হাইওয়েতে নেমে এলো আস্ত এক প্লেন। জরুরি অবতরণের সময় হাইওয়েতে চলা তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আড়াআড়িভাবে দুই টুকরো হয়ে গেল প্লেনটি। গত বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের হাইওয়েতে দুই ইঞ্জিনের ছোট একটি প্রপেলার প্লেনকে দুই ভাগে বিভক্ত হতে দেখলেন পথচারীরা।
জরুরি কারণে হাইওয়ের মাঝেই প্লেনটি নামানোর চেষ্টা করেন বিমানচালক। নামার সময় পর পর চলন্ত গাড়িতে ধাক্কা মারে প্লেনটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বিকেলের দিকে টেক্সাসের ভিক্টোরিয়ায় স্টেট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, প্লেনটি মাঝের অংশ থেকে দুই ভাগে আলাদা হয়ে যায়। দুর্ঘটনায় মোট চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের আঘাত তেমন গুরুতর নয়। তবে চতুর্থ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্লেন দুর্ঘটনার ভিডিওটি এক্স-এ একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ‘ড্রামা অ্যালার্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটি খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে। হঠাৎ করেই সেটি রাস্তায় নেমে পড়ে। নামার আগে বেশ কয়েকটি যানবাহনকে আঘাত করতে করতে নামে সেটি। ভিডিওর পরে দেখা গিয়েছে বিমানটি দুই টুকরো অবস্থায় রাস্তায় ভেঙে পড়ে রয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা