১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
তুরস্কের প্রতিনিধিদের সাথে বিএনপির বৈঠক

অভ্যুত্থানে পলাতকদের বিচার নিয়ে আলোচনা

তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বিএনপি নেতাদের বৈঠক : নয়া দিগন্ত -

তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। এতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিচারের আওতায় আনাসহ দেশের বিচারব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
গতকাল শুক্রবার গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
আমীর খসরু বলেন, বৈঠকে স্বৈরাচার (শেখ হাসিনা) পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে বিচারব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। যারা দেশ থেকে পালিয়ে গেছেন তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। তুরস্কে এটার প্র্যাকটিস আছে, বিভিন্ন দেশেও আছে। আর যারা দেশের মধ্যে আছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এবং রাজনীতিবিদরা স্বৈরাচারের সাথে একাত্মতা দেখিয়ে একসাথে কাজ করে এতগুলো মানুষের প্রাণহানি ঘটিয়েছে, গুম, খুন, মিথ্যা মামলা এবং পুলিশের হেফাজতে মৃত্যু, কারাগারে চিকিৎসা থেকে বঞ্চিতসহ সার্বিকভাবে যে কাজগুলো হয়েছে, সেসব কিভাবে বিচারের আওতায় আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, কিছু কিছু জায়গায় বাংলাদেশের সাথে তুরস্কের মিল আছে। তুরস্কেও অনেক লোক পালিয়ে গিয়েছিলেন। এ কারণে তাদের অভিজ্ঞতা আমরা কিভাবে আগামী দিনে কাজে লাগাতে পারি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে।
খসরু বলেন, যারা পালিয়ে গেছে তাদের ফেরত আনার ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেয়া উচিত এবং কী করা উচিত, বৈঠকে এগুলো সার্বিকভাবে আলোচনা হয়েছে। তাদের সাথে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। কারণ বিচারব্যবস্থা ঠিক না থাকলে তো দেশের বাকি কিছু ঠিক থাকার সুযোগ নাই।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তাজভীরুল ইসলাম, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম উপস্থিত ছিলেন। এ ছাড়া জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ড. রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট ও রাসিম আয়তিনসহ ১৬ জন।


আরো সংবাদ



premium cement