১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

মহার্ঘ্যভাতা প্রণয়নে ৭ সদস্যের কমিটি

-

জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ্যভাতা প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
কমিটিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এ কমিটি মহার্ঘ্যভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন। কমিটি প্রয়োজনে এক/একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন বলে অফিস আদেশে জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে ৭ অক্টোবর সরকারি চাকরিজীবীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করেছিল সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছিল, এ মহার্ঘ্যভাতা সেই বছর অর্থ্যাৎ, ২০১৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্বদিন পর্যন্ত মহার্ঘ্যভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছিল, সার্ভিস অ্যাক্ট, ১৯৭৫-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ মহার্ঘ্যভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় বেতন স্কেল-২০০৯ এর আওতাভুক্ত সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠান, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা ২০ শতাংশ মহার্ঘ্যভাতা পাবেন। তবে ন্যূনতম দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা মহার্ঘ্যভাতা প্রাপ্য হবেন কর্মকর্তা-কর্মচারীরা। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও একই হারে মহার্ঘ্যভাতা প্রাপ্য হবেন।
এর দুই বছর পর ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল-২০১৫ ঘোষণা করা হয়। এতে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ১০৫ শতাংশ বেতন বাড়ানো হয়েছিল।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল