ওকালতনামা দেয়া চিন্ময়ের আইনজীবী ২য় দিনেও অনুপস্থিত
- চট্টগ্রাম ব্যুরো
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
উগ্রবাদী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন শুনানির জন্য আবারো ওকালতনামা দেয়া আইনজীবী সুমীত আচার্য্য গতকাল বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন না। এর আগে বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো: সাইফুল ইসলামের আদালতে একই বিষয়ে ওকালতনামা দিয়ে তিনি উপস্থিত ছিলেন না। বিষয়টিকে ইসকনের রাজনীতি বলে মনে করছেন আইনজীবীরা।
আদালত সূত্র জানায়, গতকাল চিন্ময় দাসের পক্ষে মামলা লড়তে চট্টগ্রামের আইনজীবী সুমীত আচার্য্যকে উপস্থিত করতে পারেননি সুপ্রিম কোর্ট থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ। তাই শুনানির আবেদন নথিভুক্ত করে আদালত ২ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো: সাইফুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে আদালতে শুনানি কার্যক্রমের শুরুতে ওকালতনামা দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এ সময় ওকালতনামা যাচাইয়ের জন্য ওই আইনজীবীকে উপস্থিত করতে আদালত সময় বেঁধে দেন। কিন্তু শেষ পর্যন্ত ওই আইনজীবী উপস্থিত হননি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এ বিষয়ে বলেন, এটি নিয়ে হাইকোর্টের স্পষ্ট রুলিং আছে। লোকাল বারের আইনজীবী যদি ওনাকে (রবীন্দ্র ঘোষ) অ্যানগেজড করেন সেেেত্র ওনি ওনার সাথে অ্যাসিস্ট করতে পারেন। এটা চট্টগ্রাম বারের না শুধু, এটা সারা বাংলাদেশের নিয়ম। ওনি এটা ফলো না করে মামলা মুভ করতে এসেছেন।
এর আগে, বুধবার সকাল ১১টায় ঢাকা থেকে মামলায় লড়তে এসে তিন আবেদন নিয়ে চিন্ময়ের পরে ওই দিন আদালতে দাঁড়ান সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু তার ওকালতনামা আর আসামিপক্ষের লিখিত কোনো আবেদন না থাকায় সব নাকচ করে দেন আদালত।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানান, এখনো পর্যন্ত চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিতে আসা কোনো আইনজীবীকে হুমকি দেয়া হয়েছে বা বাধা দেয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি।
উল্লেখ্য, ২৫ অক্টোবর নগরীর লালদিঘী মাঠে মহাসমাবেশ আয়োজন করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেদিন ইসকন চট্টগ্রাম বিভাগের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নির্দেশে নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়। ৩০ অক্টোবর এ ঘটনায় কোতোয়ালি থানায় মো: ফিরোজ খান নামের একজন বাদি হয়ে চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে ১৯ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা