গাজীপুরে প্রাণ গেল ৪ জনের
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। অন্যদিকে যশোরের চৌগাছায় প্রাণ গেছে এক নারীর।
গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে একটি অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেল নারীসহ চার যাত্রীর। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বুধবার রাতে গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর মহানগরে বাসন থানার টেকনগপাড়া এলাকার মো: মোশারাফ হোসেনের স্ত্রী ছালেহা আক্তার টুকটুকি (২৬), নেত্রকোনা পূর্বধলা থানার নোয়াপাড়া এলাকার আব্দুল ওয়াহেদ তালুকদারের ছেলে ডেন্টাল চিকিৎসক ইমরান হাসান রাজন (৩৮), ময়মনসিংহের ফুলপুর থানার বনপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো: মামুন (২৩) এবং ঢাকার মিরপুর মধ্যপাইকপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে মো: দুলাল (৪২)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে বেপরোয়া গতিতে একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রাকটি চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ফ্লাইওভারে উঠার আগে যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানের সাথে চাপা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছালেহা আক্তার টুকটুকি মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপর তিন যাত্রীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় সড়ক দর্ঘটনায় রনজু বেগম (৩৮) নামে এক নারী নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপাড়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রনজু বেগম উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল মতিন মিয়ার স্ত্রী।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রনজু বেগম যশোর থেকে চাঁদপাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। তিনি চৌগাছা থেকে তার বড় ভাই পুটিয়ার রহমান পুটের ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। তারা চৌগাছা-মহেশপুর সড়কের চাঁদপাড়া বাজার নামক স্থানে পৌঁছালে একটি ওষুধ কোম্পানির গাড়ি তাদের পিছন থেকে সজোরে ধাক্কা মারে। এ সময় রনজু বেগম ভ্যান থেকে পিচ রাস্তার ওপর পড়ে মারাত্মক আহত হন। এ ঘটনায় ভ্যানের চালক পুটিয়ার রহমান পুটেও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখান থেকে আহত রনজু বেগমকে যশোরে রেফার করা হয়। যশোরে তার অবস্থার অবনতি হলে খুলনায় রেফার করা হয়। খুলনায় নেয়ার পথে রনজু বেগম মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা