১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঢাবিতে ডায়ালগ ফর ডেমোক্র্যাসির সভা

শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি বাস্তবায়ন করার আহ্বান

-

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী ছাত্ররাজনীতির প্রশ্ন; নয়া অনুসন্ধানের অভিপ্রায়’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষাঙ্গনে দলীয় লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রশ্নে একমত হয়েছেন উপস্থিত ছাত্রনেতারা। তারা শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির বাস্তবায়ন চেয়েছেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে সভাটি আয়োজিত হয়। ডায়ালগ ফর ডেমোক্র্যাসির আহ্বায়ক শেখ মোহাম্মদ আরমানের সভাপতিত্বে ও মোস্তফা মুশফিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু। আরো বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসাইন, শিক্ষার্থী প্রতিনিধি রাফিয়া রেহনুমা হৃদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পর্যবেক্ষক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম এ এস ওয়াজেদ, মহিউদ্দীন মুজাহিদ মাহি, আদনান মোস্তারি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ছাত্ররাজনীতির মূলতত্ত্ব হলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্ররাজনীতিও একটি ইবাদত।
আমাদের সবচেয়ে দুঃখজনক অবস্থা হলো আমরা এখনো জাতীয় আদর্শ ঠিক করতে পারিনি। আমাদের জাতীয় চার মূল নীতিতে কন্ট্রাডিক্টরি অনেক বিষয় রয়েছে। সেগুলো নিয়ে আপনি কিভাবে জাতীয় ঐক্য গঠন করবেন বলে প্রশ্ন জুড়ে দেন তিনি। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আখতার হোসেন বলেন, বিগত সময়ে ছাত্রলীগ যে র‌্যাগিং কালচার চালু রেখেছিল তার ট্রমা এখনো কাটেনি। দমননীতি, গেস্টরুম কালচার, মাদার সংগঠনের নেতৃত্বে শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার যে প্রবণতা সে জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।
শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিতার্কিক রাফিয়া রেহনুমা হৃদি বলেন, আমরা আগের ছাত্রলীগের রাজনীতি দেখেছি এবং এর ভয়াবহতার শিকার আমরা নিজেও। ক্যাম্পাসে হল ও অ্যাকাডেমি এরিয়ার রাজনীতি বন্ধ হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ছাত্ররাজনীতি বলতে এর সুষ্ঠু ধারার রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে বরং এটিকে শিক্ষার্থীবান্ধব করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে। কিন্তু এমন ছাত্ররাজনীতি আমরা চাই না যে ছাত্ররাজনীতিতে মাদার পার্টি তার ছাত্রসংগঠনের প্রেসক্রিপশন লিখে দিবে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল