১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সেমিনারে বক্তারা

প্রবাসে সাংবাদিকতা করা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ

-

নিজেদের মধ্যে অনৈক্য, নৈতিক মূল্যবোধের অভাব, আর্থিক সমস্যা, পদলোভী মনোভাব, ব্যক্তিগত তিক্ত সম্পর্ক, ভাষাগত সমস্যার কারণে মূলধারার সংবাদ সংগ্রহ করতে না পারা, কমিউনিটির মধ্যে বিভাজন সৃষ্টির কূটকৌশল, দল এবং ব্যক্তি তোষামোদি এবং সর্বোপরি অতিমাত্রায় দলবাজি মানসিকতা প্রবাসে সাংবাদিকতার মূল প্রতিবন্ধকতা বলে অভিমত ব্যক্ত করেছেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশী প্রবাসী সাংবাদিকরা।
গত বুধবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্নিকটে বাংলাদেশী অধ্যুষিত লা-কর্নভ এলাকায় আইছা প্রো মিলনায়তনে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ফ্রান্স- বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে ‘প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা এবং প্রবাসী সাংবাদিকের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি সাংবাদিক আবদুল মান্নান আজাদ। আরো বক্তব্য রাখেন, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, ইউরো বাংলা প্রেস ক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নজমুল হক, ফ্রান্স বিডিনিউজ টুয়েন্টি ফোর-এর সম্পাদক সাইফুল ইসলাম রনি, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু, ফটো সাংবাদিক ফরিদ আহমেদ রনি, ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য শাহ মিল্লাদুর আবেদ প্রমুখ।
ফেরদৌস করিম আখঞ্জীর উপস্থাপিত প্রবন্ধের আলোকে সেমিনারে বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করতে হলে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পরমতের প্রতি সহিষ্ণুতার চর্চা এবং আন্তরিকতা বাড়াতে হবে। প্রবাসী সাংবাদিকদের ট্রেনিংয়ের মাধ্যমে সংবাদ তৈরি এবং পরিবেশনের দক্ষতার প্রতি জোর দেয়ার পাশাপাশি ফ্রান্সে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের ফরাসি ভাষা শিক্ষার ওপর অধিকতর যতœবান হতে হবে, যাতে করে ফ্রান্সের মূলধারার সাথে বাংলাদেশী সাংবাদিকদের সরাসরি সংযোগ স্থাপিত হয়। যাতে করে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা দেশের গণমাধ্যম ছাড়াও ফরাসি গণমাধ্যমে তুলে ধরতে পারে। বক্তারা আরো বলেন, একজন প্রবাসী সাংবাদিকের নিজের কিছু অক্ষমতা আছে; যা কিনা সমাজে বা কমিউনিটিতে প্রকাশিত হয়ে সাংবাদিকতা পেশাটি হুমকির মধ্যে পড়ে। প্রবাসে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়াটা অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জ।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল