১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিএসএমএমইউর সিন্ডিকেট বৈঠক

ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের

-

স্নাতকোত্তর কোর্সে বিনাপরীক্ষায় প্রবেশের অনুমতি আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা: মো: শাহীনুল আলমকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা কনভেনশন হলে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১৩ জন মেডিক্যাল অফিসার সিন্ডিকেট মিটিংয়ের বাইরে তাদের দাবির পক্ষে হট্টগোল করেন। তাদের কয়েকজন মিটিংয়ের ভেতরে সিন্ডিকেট সদস্য না হওয়ার পরও আগে থেকে হট্টগোল করার জন্য বসেছিলেন এবং বাইরে বাকিরা ছিলেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর এই ১৩ জনের কয়েকজন ডাক্তার স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছিলেন কিন্তু কৃতকার্য হতে পারেননি।
শেষ পর্যন্ত বিনাপরীক্ষায় বিশেষ বিবেচনায় কোর্সে ভর্তি করার জন্য গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনকে অবরুদ্ধ করে রাখেন। এই ডাক্তাররা কয়েকজন বহিরাগতকে নিয়ে এসেছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। যদিও এই ১৩ চিকিৎসকের একজন ডা: এরশাদ এহাসান সোহেল এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অস্বীকার করলেও তার সাথে যখন এই প্রতিবেদক কথা বলছিলেন তখন তার পাশে একজন দাঁড়িয়েছিলেন। জিজ্ঞাসা করলে ডা: এরশাদ এহাসান নিজেই স্বীকার যে পাশে দাঁড়িয়ে থাকা লোকটি তার চেম্বারের সহকারী ডাক্তার নন।
সিন্ডিকেট সভার বাইরে হট্টগোল করা চিকিৎসকরা তাদের দাবির ব্যাপারে যুক্তি হিসেবে জানান, বিগত সরকারের সময়ে তারা পরীক্ষায় টিকতে পারেননি, আবার তাদের পরীক্ষা দিতেও দেয়া হয়নি। কয়েকজন আছেন পরীক্ষায় টিকে ভর্তিও হতে পারেনি, তারা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিতে হবে। পরীক্ষায় টিকে ভর্তি হতে পারেননি এই দাবির ব্যাপারে প্রমাণ চাইলে কোনো ডকুমেন্টও দেখাতে পারেননি।
বিএসএমএমইউর চিকিৎসকদের থেকে জানা গেছে, যে ১৩ ডাক্তার গতকাল সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধে করে রাখে এরা সবাই বিএসএমএমইউর প্রক্টর শেখ ফরহাদের অনুসারী। শেখ ফরহাদ গতকাল সিন্ডিকেট সভায় উপস্থিত থাকলেও তিনি বাইরের হট্টগোল থামাতে কোনো ব্যবস্থা নেননি। কিভাবে ভিসিকে অবরুদ্ধ করে তাদের দাবি আদায় করা হবে এ ধরনের একটি গোপন সভা গত বুধবার রাতেই ঠিক করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম বলেন, এই ডাক্তাররা বিএসএমএমইউতে আগে থেকেই কর্মরত আছেন। এরা ভর্তি পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি। এখন তারা বিশেষ বিবেচনায় নিজেদের বঞ্চিত দাবি করে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে চান। এই হট্টগোলের কথা শুনে বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক ডাক্তার ফজিলাতুন্নেসা কনভেনশন হলে গিয়ে উপস্থিত হন। পরে সিন্ডিকেটের সভা কোনো ঝামেলা ছাড়াই শুরু হয় বিকেল ৪টার কিছু পর শেষ হয়। গতকালের সভায় এই ১৩ ডাক্তারদের ব্যাপারে মার্জনার জন্য বিশ্ববিদ্যায়লগুলোর চ্যান্সেলরের (রাষ্ট্রের প্রেসিডেন্ট) কাছে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। চ্যান্সেলর যে সিদ্ধান্ত দেবেন তা মেনেই তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবেন।
এর আগে গত বুধবার এ ১৩ ডাক্তারের কয়েকজন ভিসি অধ্যাপক ডা: শাহীনুল আলমকে তার বিশ্ববিদ্যালয়ের অফিসে গিয়ে হুমকি দিয়ে আসেন। সেখানে উপস্থিত ছিলেন প্রক্টর ডা: শেখ ফরহাদ ও বিএসএমএমইউর ড্যাবের স্থগিত হওয়া কমিটির সভাপতি ডা: এরফানসহ কোর্সে ভর্তি হতে চাওয়া ১৩ জন ডাক্তার এবং বহিরাগত অনেক বিএনপি কর্মী।
বুধবার ভিসিকে তারা ১৩ চিকিৎসককে বিনাপরীক্ষায় কোর্সে ভর্তি করার জোর দাবি জানিয়ে আসেন। একই সাথে সাবেক ভিসির পিএস-১ ইয়াহিয়া ও পিএস-২ সাইফুলকে ভিসির পিএস পদে নিয়োগ দেয়ার জন্য তারা বাধ্য করার চেষ্টা করেন। জানা গেছে, ডা: শেখ ফরহাদ এবং ডা: এরফান ভিসির কাছে জানতে চান কেন আগের ভিসির পিএস ২ জনকে বাদ দেয়া হলো।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রক্টর ডাক্তার শেখ ফরহাদকে পাওয়া পায়নি। তার হোয়াটসঅ্যাপ একাউন্টে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল