ভারতে ধর্মীয় কাঠামো নিয়ে মামলা না করতে সুপ্রিম কোর্টের নির্দেশ
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
ভারতে ধর্মীয় উপাসনালয় আইন নিয়ে দেশটির অন্যত্র আর কোনো মামলা দায়ের করা যাবে না। এ নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইন নিয়ে এখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে। তারইমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ভারতের কোনো ধর্মস্থান নিয়ে আপাতত নতুন করে মামলা দায়ের করা যাবে না। নিম্ন আদালত দিতে পারবে না চূড়ান্ত রায়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, উপাসনাস্থল আইন নিয়ে যে মামলাগুলো বিচারাধীন আছে, সেগুলোর কার্যকরী বা চূড়ান্ত রায়দান করতে পারবে না নিম্ন আদালত। গতকাল সুপ্রিম কোর্ট জানিয়েছে, এখন শীর্ষ আদালতে যে মামলা চলছে, যতক্ষণ না সেটার চূড়ান্ত রায় দেয়া হচ্ছে, ততক্ষণ ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইনের বিরোধিতা করে ভারতের কোনো প্রান্তে মামলা দায়ের করা যাবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, কোনো মামলার ক্ষেত্রেই কোনো সমীক্ষা বা কার্যকরী নির্দেশ দিতে পারবে না দেশের কোনো ট্রায়াল কোর্ট। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
অযোধ্যা মামলাতেও বলেছিল সুপ্রিম কোর্ট : গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইনে এ রকম মামলা নিষিদ্ধ করা হয়েছে। আর যতক্ষণ না ১৯৯১ সালের আইনের বৈধতা বিচার করা হচ্ছে, ততক্ষণ সেই বিষয়গুলো নিয়ে এগিয়ে যাওয়া যাবে না। যে বিষয়টি অযোধ্যা মামলার সময় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চও উল্লেখ করেছিল।
সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ (বেঞ্চে আছেন বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনও) বলেছেন, ‘এই বিষয়টি যেহেতু বিচারাধীন আছে, তাই আমরা মনে করছি নতুন করে কোনো মামলা দায়ের না করা বা কোনো মামলার রায়দান না করার বিষয়টা ঠিক হবে। যে যে মামলাগুলো চলছে, কোনো কার্যকরী নির্দেশ বা কোনো চূড়ান্ত নির্দেশ দিতে পারবে না (নিম্ন আদালত)।’
উপাসনাস্থল আইন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশগুলো হলো- নতুন করে কোনো মামলা দায়ের করা যাবে না, কোনো কার্যকরী চূড়ান্ত নির্দেশ বা অন্তর্বর্তীকালীন রায় দেয়া যাবে না এবং কোনো কাঠামোর সমীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত প্রদান করা যাবে না।
সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি কংগ্রেস, সমাজবাদী পার্টি : সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির প্রধান অজয় রাই বলেছেন, ‘এই নির্দেশের ফলে সমাজে ভ্রাতৃত্ববোধ এবং শান্তি বাড়বে। সুপ্রিম কোর্ট আজ যে নির্দেশ দিলো, তাতে আমাদের বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।’ একইসুরে সমাজবাদী পার্টির নেতা তথা বিধান পরিষদের সদস্য রাজেন্দ্র চৌধুরী বলেছেন, ‘এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এটা আমাদের বিচারবিভাগকে আরো মজবুত করবে। আর বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা