ঢাকা স্টকের মৃত দুই পরিচালককে তলব!
- বিশেষ সংবাদদাতা
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
দুই বছর আগে মারা যাওয়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক দুই পরিচালককে তলব করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের সুরক্ষা ফান্ডের (আইপিএফ) ব্যবহার নিয়ে সিকিউরিটিজ আইন ব্যত্যয়ের অভিযোগে সাবেক চেয়ারম্যান মো: ইউনুসুর রহমানের নেতৃত্বাধীন বিগত পরিচালনা পর্ষদের ওই দু’জনকে তলব করা হয়েছে। তারা হলেন- রকিবুর রহমান ও হাবিবুল্লাহ বাহার। বিএসইসির উপপরিচালক মো: সুলতান সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক শোকজ চিঠি গত বুধবার ডিএসইতে পাঠানো হয়েছে।
চিঠিতে শোকজে মো: ইউনুসুর রহমানের নেতৃত্বাধীন পর্ষদের ২০২১ সালের ২৮ জুন ও ১৭ আগস্ট অনুষ্ঠিত পর্ষদ সভায় অংশ নেয়া ১২ জন পরিচালককে তলব করা হয়েছে। এরমধ্যে ২০২২ সালের ১৮ মার্চ মৃত্যুবরণ করা রকিবুর রহমান ও একই বছরের ৯ আগস্ট মারা যাওয়া হাবিবুল্লাহ বাহারও রয়েছেন।
বিনিয়োগকারীদের জন্য সুরক্ষা ফান্ড সংগ্রহ ও ব্যবহার নিয়ে সিকিউরিটিজ আইনের ব্যত্যয় হয়েছে বলে ২০২৩ সালের ৩০ নভেম্বর গঠিত এক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ডিএসই কর্তৃপক্ষ ফান্ড যেমন সঠিকভাবে সংগ্রহ করেনি, একইভাবে তার ব্যবহার নিয়েও তদন্ত রিপোর্টে প্রশ্ন উঠেছে। আর এ কারণে আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বিএসইসিতে ব্যাখ্যা দেয়ার জন্য তলব করা হয়েছে। যেখানে ডিএসইর প্রয়াত দুই পরিচালক রকিবুর রহমান ও হাবিবুল্লাহ বাহারের নামও রয়েছে। তবে মৃত মানুষকে বিএসইসির তলবে ডাকাকে কাণ্ডজ্ঞানহীন কাজ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, তারা দু’জন মৃত এটি আমরাও (বিএসইসি) জানি। জেনেই চিঠি দেয়া হয়েছে। নিয়ম অনুসরণের জন্য এটা করা হয়েছে। এখানে বিএসইসির কোনো ভুল নেই। শুনানির দিনে তাদের নাম বাদ যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা