ভারতের সাথে নতজানু নীতি থেকে আমরা সরে এসেছি : আসিফ মাহমুদ
- কুমিল্লা প্রতিনিধি
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থের সাথে আপস করে কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করে না বর্তমান অন্তর্বর্তী সরকার। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে আমরা সরে এসেছি। জাতীয় স্বার্থকে সামনে রেখে দুই দেশের পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশনবিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসার কার্যক্রম নেয়ায় তিনি বার্ড ও আর্ডো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আর্ডোর গবেষণা বিভাগের প্রধান ড. খোশনদ আলী। শ্রীলঙ্কা, মিসর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া ও বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আর্ডো) সদস্য রাষ্ট্রগুলোর নীতিনির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বাড়াতে দুই সপ্তাহব্যাপী এ কর্মশালার আয়োজন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা