ভারতে নিয়ে যাওয়া মাছধরা জাহাজ দ্রুত ফেরত আনার দাবি
- চট্টগ্রাম ব্যুরো
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের ধরে নিয়ে যাওয়া ৭৯ নাবিকসহ দু’টি মাছ ধরার জাহাজ অবিলম্বে ফেরত আনার দাবি জানিয়েছে সামুদ্রিক মৎস্য শিকারি জাহাজ শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের (রেজি: নং চট্ট-১১৭৯) সভাপতি মো: খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো: নুরুন্নবী গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘ভারতীয় কোস্টগার্ড গত ৯ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে আটজন অফিসার এবং ৭১ জন নাবিকসহ বাংলাদেশের দু’টি মৎস্য শিকারি জাহাজ এফভি মেঘনা-৫ এবং এফভি লাইলা-২ ধরে নিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সব নাবিকসহ জাহাজ দু’টি ফেরত আনার ব্যবস্থা করতে সরকারের মৎস্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টাদের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।
তারা আরো বলেন, প্রতি বছর ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করলেও বাংলাদেশের সব সরকারের নতজানু নীতির কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। এতে বাংলাদেশের জেলে এবং মৎস্য শিকারে নিয়োজিত শ্রমিকের জীবন ও জীবিকা আজ হুমকির মুখে। ফলে মাছের দাম বৃদ্ধি পাচ্ছে এবং আমিষের চাহিদায় ঘাটতি বাড়ছে।
এ প্রেক্ষিতে আগামীকাল শুক্রবার বেলা ৩টায় নিউমার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশের ও মিছিলের আয়োজন করা হয়েছে। মৎস্য শিকারি শ্রমিকদেরকে ওই সমাবেশে অংশগ্রহণ করতে আহ্বান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশের ওই জাহাজ দু’টিকে উড়িষ্যার প্যারাদ্বীপ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। নাবিকদের সাথে সংশ্লিষ্ট মালিক পক্ষের কথা হয়েছে এবং ভারতের কোস্টগার্ডের ফেসবুক পেজেও নাবিকসহ নৌযান দু’টির ছবি প্রকাশ করা হয়েছে। এফভি মেঘনা-৫-এর মালিক প্রতিষ্ঠান সি অ্যান্ড এ অ্যাগ্রোর নির্বাহী পরিচালক সুমন সেন জাহাজের নাবিকদের সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে কথা হয়েছে বলে জানিয়েছেন। এফভি লায়লার মালিক পক্ষ হচ্ছে এসআর ফিশিং। খুলনা বেল্টের হিরণ পয়েন্ট এলাকায় ভারতীয় জলসীমার কাছাকাছি এলাকায় তারা মাছ ধরায় ব্যস্ত ছিল। মেঘনাতে জেলে ও ক্রু মিলিয়ে ৩৭ জন আর লায়লাতে ছিল ৪১ জন।
বাংলাদেশ নৌপরিবহন অধিদফতরের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম সংবাদ মাধ্যমকে জানান, জাহাজ দু’টি ফিরিয়ে আনার জন্য কোস্টগার্ডসহ সরকারি প্রতিষ্ঠানগুলো ভারতের সাথে যোগাযোগ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা