আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোয়া তুলছে ভারত : রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬
ভারত আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোয়া তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘সাম্প্রদায়িকতার ধোয়া তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উসকে দিয়ে পাশের দেশ ভারত চাচ্ছে উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে।’
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘সাম্প্রদায়িকতার ধোয়া তুলে আপনারা ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল এটাকেও ভূলুণ্ঠিত করছেন আর সেই সাম্প্রদায়িকতার ধোয়া তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উসকে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। এই বিদ্বেষপূর্ণ-হিংসাশ্রয়ীমূলক মনোভাবের কারণে, অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজ নেপাল আপনাদের সাথে নেই, ভুটান আপনাদের সাথে নেই, শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই, বাংলাদেশও আপনাদের সাথে নেই। শুধু আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে মনোভাব এগুলো তারই কারণে।’
রিজভী বলেন, ‘আমরা একটি স্বয়ংসম্পূর্ণ জাতি। এ জাতি স্বাধীনতা অর্জন করেছে ৩০ লাখ মানুষের আত্মদানের মধ্য দিয়ে, দু’লাখ নারীর সম্ভ্রমহানির মধ্য দিয়ে। ১৮ কোটি-১৯ কোটি মানুষের দেশকে আপনারা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার দিয়ে দাবিয়ে রাখতে পারবেন? হঠাৎ করে আপনাদের কী হলো যে পাশের দেশ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে উঠেপড়ে লেগেছেন।’
তিনি বলেন, ‘৫ আগস্টের আগে এ দেশের রাষ্ট্রক্ষমতায় ছিল ঘৃণিত একটি সরকার। এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করত না, এরা নিজ দেশের গণতন্ত্রকামী মানুষদেরকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করতে দ্বিধা করতে না। এরা ক্রসফায়ার দিয়ে নদীর ধারে, খালের ধারে মানুষদেরকে নির্দ্বিধায় হত্যা করতে। সেই হাসিনা সরকার আপনাদের এত প্রিয় ছিল কেন? কারণ আপনাদের সাহসে, আপনাদের উসকানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে গেছে এদেশে। তার ভোটের দরকার হতো না, যে ভোটগুলো হয়েছে সেগুলো হয়েছে ভোটারবিহীন। যে ভোটের এক একটা নাম আছে- ভোটার শূন্য ভোট, মিডনাইট ভোট, ডামি ভোট, আরো অনেক কিছু।’
ভারতের উদ্দেশে বিএনপির এই মুখপাত্র আরো বলেন, ‘আপনারা মনে করছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন, আদা, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা এগুলো আর রান্নায় ব্যবহার করতে পারব না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন। আপনারা গরু রফতানি পাঁচ-ছয় বছর ধরে বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশের মানুষ গ্রামের বাড়িতে বাড়িতে গরুর খামার, ছাগলের খামার গড়ে তুলেছে। এক কোরবানি ঈদেই এক কোটি ২০ লাখ গবাদি পশু জবাই হয়।’
প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনারা ভুলে যাবেন না যে বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। পেঁয়াজ, রসুন, আদা তারা নিজেরাই উৎপাদন করতে জানে। আপনারা মনে করেন, শুধু একটি দেশ আছে পৃথিবীতে। আর কি দেশ নেই পৃথিবীতে, যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারব, যাদের কাছ থেকে আমরা রসুন, তেল আমদানি করতে পারব। সেসব দেশ কি নেই? আপনারা মনে করেছেন, এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হয়েছে আপনাদের। আপনাদের নিউমার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। বাংলাদেশের মানুষ কলকাতায় গিয়ে ডলার খরচ করে, তারা সেখানে কেনাকাটা করে, চিকিৎসা করতে যায় হাসপাতালে। হাসপাতাল আর চলবে না।
আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন, বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আনন্দিত। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে কিংবা অন্য দেশে যাবে। আপনাদের মতো হিংসুক যারা আমাদের ঘৃণা পোষণ করেন, সেই দেশে মানুষ যেতে চায় না। কারণ রক্ত মূল্যে স্বাধীনতা কেনা এই জাতি। এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশ নয়।’
তিনি বলেন, ‘রিপাবলিক বাংলা (টিভি চ্যানেল) বলেছে, চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করা হয়েছে। আরো কত মিথ্যা অপপ্রচার চলছে। আমরা বলছি, একটি স্বাধীন-সার্বজনীন দেশকে আপনাদের দাবি করলে আমি আগেও বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা বিহার-উড়িষ্যা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। এ কথাগুলো আমরা বলতে চাই না। অনেক সংগ্রাম-আন্দোলন, ব্রিটিশবিরোধী সংগ্রাম এই উপমহাদেশে আমরা একসাথে করেছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির সহসম্পাদক অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির, ছাত্রদল নেতা তৌহিদ আওয়াল, রাজু আহমেদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা