ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান হয়েছে।
গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইএসপিআর বলছে, অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অংশগ্রহণকারী সবাইকে সফলতার সাথে কোর্স শেষ করায় অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক প্রধান উপদেষ্টার উপস্থিতি এবং বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়ন অধ্যয়নে ন্যাশনাল ডিফেন্স কলেজকে উৎসাহিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বছর ‘ন্যাশনাল ডিফেন্স কোর্সে’ ৯৫ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশগুলোর ৩৩ জন সদস্য রয়েছেন। অপরদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৫ জন ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স’ সফলভাবে শেষ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা