০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ভাঙার উপক্রম

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১, পাল্টা হামলা হিজবুল্লাহর
-

গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে সেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এতে করে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তালুসা ও হারিসে হামলা চালিয়েছে ইসরাইল। অন্যদিকে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় মর্টার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রয়টার্স।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননজুড়ে হিজবুল্লাহর বহু লক্ষ্যে হামলা চালিয়েছে। গত সোমবার লেবাননের ওই দুই শহরে ইসরাইলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর আগে লেবাননী কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলের অন্য অংশে ইসরাইলি হামলায় দায়িত্বরত অবস্থায় এক রাষ্ট্রীয় নিরাপত্তা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছিল। সবমিলিয়ে এ দিন ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়ায়।

ইসরাইল এসব হামলা চালানোর কিছুক্ষণ আগে দেশটির বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হিজবুল্লাহ আর বিরোধপূর্ণ সেবা ফার্মস এলাকায় ইসরাইলি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই হামলাকে ‘সতর্ক করে করা আত্মরক্ষামূলক আঘাত’ বলে বর্ণনা করেছে ইরান সমর্থিত প্রতিরোধ সংগঠনটি। লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দারা জানিয়েছেন, তারা সোমবার সন্ধ্যার দিকে খুব নিচু দিয়ে ড্রোনগুলোকে ওড়াউড়ি করতে দেখেছেন।
মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল, কিন্তু পাল্টাপাল্টি এসব হামলায় ঘটনায় তা ক্রমাগত ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ছে। যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে ইসরাইলের আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে আর একই সময় লেবাননকে হিজবুল্লাহসহ সশস্ত্র সংগঠনগুলোকে ইসরাইলে হামলা চালানো থেকে বিরত রাখার কথা বলা হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া দুই ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘কঠোর’ জবাবের প্রত্যয় জানিয়েছেন। হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে তারা ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে। গত বুধবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরাইলে হামলা চালানোর কথা ঘোষণা করল লেবাননের প্রভাবশালী রাজনৈতিক দলটি।
লেবাননের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পার্লামেন্টের স্পিকার ও হিজবুল্লাহর রাজনৈতিক মিত্র নাবিহ বেরি বলেছেন, বৈরুত রেকর্ড করেছে বুধবার থেকে ইসরাইল অন্তত ৫৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনত জবেইল জেলার বেইত লিফ শহরে দু’টি কামানের গোলা ছুড়েছে আর ইয়ারুন লক্ষ্য করে ভারী মেশিনগান থেকে গুলি ছুড়েছে। তবে দু’টি ঘটনায় কোনোটিতেই কেউ হতাহত হয়নি। বেরি যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কমিটিকে ইসরাইল যেন তার লঙ্ঘনগুলো থামায় তা ‘জরুরি ভিত্তিতে’ নিশ্চিত করতে বলেছেন।


আরো সংবাদ



premium cement
বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেফতার দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’

সকল