০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ভারতের হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ : নয়া দিগন্ত -

ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি।
গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্ত হত্যার বিচার এবং ভারতের সাথে করা দুই দেশের অসম চুক্তিগুলো বাতিলের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা ।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন হওয়ার পর থেকেই ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তারা সবসময় বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্যে রাখতে চায়। ফ্যাসিস্ট সরকার পতনের পর ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। আমাদের এখন চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। ভারত কর্তৃক প্রতিটি সীমান্তহত্যার বিচার এবং ভারতের সাথে করা দুই দেশের অসম চুক্তিগুলো অবিলম্বে বাতিল করতে হবে।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অনিক রয় বলেন, আওয়ামী লীগ এ দেশে দিল্লির এজেন্ট ছিল। আওয়ামী রেজিমে ভারত সবসময় তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছে। ভারতের শান্তিপ্রিয় মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের বিরোধ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে। এই নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্য বিস্তার হতে দেবো না। দিল্লির সাথে ঢাকার হওয়া সব অসম চুক্তি মানুষের সামনে উন্মোচন করে বাতিল করতে হবে। মোদিকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী শাসন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগকে আর ফিরতে দেয়া হবে না।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্ত্বর ঘুরে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

 

 


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল