নওগাঁয় ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫
সড়ক দুর্ঘটনায় গতকাল সকালে নওগাঁয় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া রাজৈরে আহত হয়েছেন ৩ জন।
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে গতকাল খড়বাহী ট্রাক উল্টে চালক সুমন (৩৩) ও তার হেলপারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে চালক সুমন মিয়ার পরিচয় শনাক্ত করা গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত হেলপারের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত সুমন মিয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার পশ্চিম কামারনাই গ্রামের শামসুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার খামারবাড়ি এলাকায় খড়বাহী ট্রাকটি আসে। সেখানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের একটি গর্তে পড়ে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই চালক সুমন মিয়া ও তার সহকারীর মৃত্যু হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অন্যজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা জানান, সোমবার সন্ধ্যায় মাদারীপুর জেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানের পথসভা শেষে রাজৈর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আহম্মদ আকন, সেক্রেটারি কাজী নজরুল ইসলাম ও জামায়াতের রুকন অধ্যাপক এনামুল হক মোটরসাইকেলে রাজৈরে ফেরার পথে একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা ৩ জনই গুরুতর আহত হন। তাদেরকে পথচারীরা উদ্ধার করে মোস্তফাপুর প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর জেলা আমির মাওলানা মুখলিসুর রহমান জানান, চিকিৎসকরা জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত আছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা