শেখ হাসিনার দাবি গণহত্যার দায় ইউনূসেরই
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪২
বাংলাদেশে কোটা সংস্কার ও স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে যে দেড় সহস্রাধিক ছাত্র-জনতা মারা গেছেন তার দায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ওপর চাপিয়েছেন ভারতে পলাতক শেখ হাসিনা। কলকাতা ২৪’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা দাবি করেছেন ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ মুহাম্মদ ইউনূস। হাসিনার ভাষায় তার দাবি হচ্ছে, যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ চলছে, যেভাবে মন্দির, গির্জাকে নিশানা করা হচ্ছে, তাতে ইউনূস সরকারের পরিকল্পনা অনুসারেই এসব হচ্ছে। মুজিব-কন্যার দাবি, মুহাম্মদ ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড চলছে। বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি সমাবেশে ভার্চুয়াল বক্তৃতা দেয়ার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এ ধরনের ঝাঁঝাল আক্রমণ চালান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজ আমাকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু আদতে এই ঘটনার জন্য দায়ী মুহাম্মদ ইউনূস। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছাত্র সমন্বয়কারীদের সাথে মিলিত হয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে। তারাই গণহত্যার মূল চক্রী।’ হাসিনা আরো বলেন, ‘তারেক রহমানও লন্ডন থেকে বলেছেন, যদি এই ধরনের মৃত্যুর ঘটনা চলতে থাকে, তবে সরকার টিকবে না। গ্রেনেড বিস্ফোরণ মামলায় আদালতে মুক্তি পাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে তারেকের প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে জল্পনা।
দেশত্যাগের সিদ্ধান্ত নিয়ে হাসিনা বলেন, ‘নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছিল। সেই কারণেই আমি দেশছাড়ার সিদ্ধান্ত নিই। আমার মনে হয়েছিল ক্ষমতার প্রয়োজন নেই। কারণ নিরাপত্তাকর্মীরা যদি গুলি চালাতেন, তাহলে বহু মানুষকে গণভবনে মরতে হতো। আমি সেটা চাইনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা