২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

হজযাত্রীদের আমানত অন্যত্র বিনিয়োগ না করতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশ

-

হজযাত্রীদের আমানত পরিশোধের জন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এ সাথে হজ কার্যক্রমের টাকা বিনিয়োগ না করতেও ব্যাংকগুলোকে অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে এ পত্রে বলা হয়েছে, ২০২৫ সনে হজে গমনের লক্ষ্যে যেসব আমানতকারী ব্যাংকে অর্থ জমা রেখেছে কিংবা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে সেই অর্থ উত্তোলনে যাতে কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দিতে বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিগুলোর হজ কার্যক্রমের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং বিমান টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেয়া হচ্ছে। এ হিসাবগুলোতে জমাকৃত অর্থের প্রায় ৫০ ভাগ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ এ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখার 'অএঊঘঈণ চওখএজওগঝ ঋটঘউ চঅণইখঊ ঞঙ কঝঅ' শিরোনামে হিসাবে জমা প্রদানের কথা বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement