২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুরগির আদলে থাকার হোটেল

-

দূর থেকে হঠাৎ দেখলে চোখ কয়েকবার কচলেও নিতে পারেন, ভুল দেখছেন ভেবে। তবে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন কল্পকথার কোনো মুরগি-দানো হাজির হয়নি। এটি মুরগির আকারের বিশাল এক কাঠামো। ফিলিপাইনের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই দালানটি আসলে একটি হোটেল। চাইলে এই মুরগির ভেতরে থাকাও যাবে। ফিলিপাইনের নেগ্রোস অক্সিডেন্টাল দ্বীপের পাহাড়ি এলাকায় পাবেন হোটেলটি। ক্যাম্পুয়েস্টোহান হাইল্যান্ড রিসোর্টে অবস্থিত এই ভবনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুরগি আকৃতির ভবন হিসেবে। এই ছয়তলা ভবনটির উচ্চতা প্রায় ৩৫ মিটার (১১৪ ফুটেরও বেশি)। ভেতরে আছে ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। মজার বিষয় হলো, এর কোনো কক্ষেই জানালা নেই। মুরগির পালকের নকশা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই জানালা শূন্য রাখা হয়েছে হোটেলটিকে।
হোটেলটির নির্মাতা রিকার্ডো কানো গুয়াপো তান, যিনি একজন সাবেক রাজনীতিবিদ। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা যা মানুষকে অবাক করবে এবং আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে।’ তান এই ভবনটি উৎসর্গ করেছেন ফিলিপাইনের গেম ফাউল বা মোরগ লড়াইয়ের শিল্পকে, যা নেগ্রোস অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। এখানে মুরগি পালন এবং স্থানীয়ভাবে সবং নামে পরিচিত মোরগ লড়াই বহুদিনের ঐতিহ্য।
এই মুরগি-হোটেলে থাকার ভাড়া খুব বেশি নয়। চারজনের একটি কক্ষের ভাড়া প্রায় ৮০ ডলার বা সাড়ে ৯ হাজার টাকা। আর যদি সাতজনের একটি দল নিয়ে আসেন, তবে ভাড়া হবে ১২০ ডলার বা ১৪ হাজার টাকার বেশি। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement