০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

সারা দেশে গুম খুনে জড়িতদের বিরুদ্ধে মামলা করছে বিএনপি

৮ আগস্টের পরে ১৬৪ মামলা দায়ের
-


গত ১৬ বছরের শাসনামলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টের গণবিপ্লবে হতাহতের ঘটনার বিচার নিশ্চিতে আইনের আশ্রয়ে যাচ্ছে বিএনপি। এ লক্ষ্যে জড়িতদের বিরুদ্ধে মামলা করছে দলটি। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই দুই ইস্যুতে এখন পর্যন্ত ১৬৪টি মামলা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের তুলনায় মামলার এই সংখ্যাকে অপ্রতুল বলে মনে করছে বিএনপির হাইকমান্ড। তাই পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগীদের মামলা দায়েরে উৎসাহিত করতে এবার দলের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে কেন্দ্রীয় দফতর থেকে গত ২৪ নভেম্বর জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পৃথক দু’টি চিঠি পাঠানো হয়েছে। সেখানে সাংগঠনিক ইউনিটগুলোকে দ্রুততার সাথে এ সংক্রান্ত সব ধরনের তথ্য-প্রমাণাদি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, অপরাধীদের বিচার নিশ্চিত করতে ভুক্তভোগীদের মামলা দায়েরের ক্ষেত্রে বিএনপি পূর্ণ সহযোগিতা করবে। এ লক্ষ্যে কেন্দ্র থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মামলার ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না থাকে, সেজন্য প্রয়োজনীয় পুরো তথ্য ও প্রমাণাদি সংগ্রহের পরই তা সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়া হচ্ছে এবং সেখানে মামলা করা হচ্ছে। জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই পুরো মামলার প্রক্রিয়াটি দেখভাল করছেন।

বিএনপির কেন্দ্রীয় দফতরের তথ্য মতে, গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ৮৩৫ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ৪২২ জন। এই গণবিপ্লবে মোট ৫ হাজারের বেশি লোক জখম হয়েছে। এর মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের ২ হাজার ২৬ জন রয়েছে। এ ঘটনায় দলের পক্ষ থেকে সারা দেশে এ পর্যন্ত ১৫২টি মামলা করা হয়েছে। অন্য দিকে ২০০৭ সাল থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বিচারবহির্ভূতভাবে ১ হাজার ২৭৮ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন ৮১৩ জন।
এ ঘটনায় গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১২টি মামলা করা হয়েছে। যেসব মামলায় কুমিল্লার সাবেক এসপি তানভীর, চাঁপাইনবাবগঞ্জের সাবেক এসপি মাহবুব, যশোরের সাবেক এসপি প্রলয় জোয়ার্দার, চট্টগ্রামের সাবেক এসপি মিনা, ঢাকার খিলগাঁওয়ে ছাত্রদল নেতা আমজাদ হোসেন হত্যায় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি কৃষ্ণপদ রায়সহ আটজন সাবেক এসপিকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় আসামি হিসেবে তৎকালীন এসপি থেকে শুরু করে পুলিশের কনস্টেবল পর্যন্ত রয়েছে।
বিএনপির অভিযোগ, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনকে প্রলম্বিত করতে পুলিশের ঊর্ধ্বতন এসব কর্মকর্তার নির্দেশে তখন দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ‘ক্রসফায়ারের নামে হত্যা’ করা হয়। তাই এসব অপরাধীর বিচার নিশ্চিতে মামলা করার উদ্যোগ নিয়েছে দলটি। সংশ্লিষ্টরা বলেছেন, অনুকূল পরিবেশ না থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময় এসব মামলা করা সম্ভব হয়নি।

চিঠিতে ক্রসফায়ারে হত্যা সম্পর্কিত মামলা রুজু প্রসঙ্গে বলা হয়েছে, ‘স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসন আমলে আপনার জেলা, ইউনিট ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। হত্যার তালিকা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত আছে। প্রতিটি ক্রসফায়ারের নামে হত্যা করার বিচার নিশ্চিত করার লক্ষ্যে অপরাধীদের বিরুদ্ধে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মামলা করা হচ্ছে। যে সব জেলা/মহানগর এলাকায় এখন পর্যন্ত ক্রসফায়ারের নামে হত্যা করার বিষয়ে মামলা করা হয়নি চিঠিতে সেখানকার তথ্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
অন্য চিঠিতে বৈষম্যবিরোধী আন্দোলনে দলের হত্যা ও আহতদের পক্ষে মামলা রুজু প্রসঙ্গে বলা হয়েছে, স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসনে জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত আপনার জেলা, ইউনিট ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বৈষম্যবিরোধী আন্দোলনে নৃশংসভাবে হত্যা ও আহত করা হয়েছে। প্রতিটি হত্যা ও আহতদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে অপরাধীদের বিরুদ্ধে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মামলা করা হচ্ছে। যে সব জেলা/মহানগর এলাকায় এখন পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও আহতের বিষয়ে মামলা করা হয়নি- সেখানকার তথ্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে চিঠিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন দলের মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক পুলিশের সাবেক কর্মকর্তা মো: সালাহ উদ্দিন খান পিপিএম।

এ দিকে বিএনপির তথ্য মতে, গত ১৬ বছরে দেড় লাখ মামলায় বিএনপির ৬০ লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলের তরফ থেকে এসব মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দেয়া হয়েছে। এই রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য বিএনপি বেশ সক্রিয় অবস্থানে আছে। এ দাবিতে বিভিন্ন সভা-সমাবেশে দলটির নেতারা সোচ্চার রয়েছেন। সরকার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে। নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া এসব মামলার ব্যাপারেও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বিএনপি। এর অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দফতর থেকে সারা দেশের জেলা ও মহানগর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্যসচিব বরাবর চিঠি দেয়া হয়। চিঠিতে ২০০৭ সাল থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন রাজনৈতিক মামলার বিস্তারিত তথ্য চাওয়া হয়। এই কার্যক্রম শেষে রাজনৈতিক মামলার পুরো বিবরণ তারা সরকারের হাতে তুলে দিবে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
চোরতন্ত্রে পরিণত হয় দেশ বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক তাঁবেদার রেজিম উৎখাতে ভারতের নীতিনির্ধারকরা এখন বেসামাল বাংলাদেশী সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির কাছে আবদার মমতার মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয়

সকল