স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ২০ কোটি মানুষ প্রস্তুত : হেফাজতে ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশের স্বাধীনতা ও মানচিত্র নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ২০ কোটি মানুষ প্রস্তুত আছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য যারাই আসবে তাদেরকে উচিত শিক্ষা দেয়া হবে।
গতকাল হেফাজতে ইসলাম খিলগাঁও জোনের কাউন্সিল অধিবেশনে তারা এ কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়, তবে ইনসাফ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে হেফাজতের ভূমিকা থাকবে। গত ১৬ বছর আওয়ামী সরকার যে জুলুম অত্যাচার করেছে। শাপলা চত্বরে এক রাতে হেফাজত নেতাকর্মীদের ওপর এর চেয়ে বেশি জুলুম-অত্যাচার করেছে জালেম পতিত সরকার। সেদিন হেফাজত নেতাকর্মীদের ওপর দেড় লাখের বেশি গুলি করা হয়েছে। বর্তমানে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
আল্লামা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও মুফতি মাহবুবুল আলম কাসেমী, মুফতি নুর মোহাম্মদ আজিজী, মুফতি নুরুল আলম ইসহাকী ও মুফতি আল আমিনের পরিচালনায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তাফাজ্জল হোসেন, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি শরীফ উল্লাহ, মাওলানা মো: ফয়সাল, মাওলানা রাশেদ বিন নূর ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।
কাউন্সিলে মাওলানা শিব্বির কাসেমীকে সভাপতি ও মুফতি মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে হেফাজতের খিলগাঁও জোনের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা